‘ভালবাসা নিও’… এটুকু মাত্র এটুকু অনুরোধ করতেই রূপঙ্করের ওপর রেগে আগুন অরিজিতের ভক্তরা। কিন্তু কেন? হঠাৎ কেনই বা আবারও রূপঙ্করকে নিয়ে অভিযোগ করছেন তারা?
সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের ঘটনা ঘেঁটেই রূপঙ্করকে আবারও একবার কোণঠাসা করলেন অরিজিত ভক্তরা। হু ইজ কেকে ম্যান… এই মন্তব্যের রেশ শেষ হতে না হতেই কলকাতায় কনসার্ট শেষে মৃত্যু হয় KK- র। তারপর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না রূপঙ্করের। পরিবারের ওপর মানসিক আঘাত হোক কিংবা মিও আমরের সঙ্গে চুক্তি – এক নিমেষেই সব হারিয়েছে। সেই পুরোনো ঘটনাই আবারও টানলেন ভক্তরা। অরিজিতের ছবিতে একটি মাত্র মন্তব্য করতেই রে-রে করে উঠলেন শিল্পীর ভক্তরা।
আরও পড়ুন [ অরিজিতের শো মাতাতে মরিয়া রূপম, দর্শক আসন থেকে তড়িঘড়ি ছুটলেন স্টেজে! তারপর? ]
অরিজিতের ফেসবুক প্রোফাইলে ফিরেছে পুরনো ডিপি। যাতে মাথা নীচু করে স্টেজকে প্রণাম করছেন শিল্পী। এই ছবিতেই আর পাঁচজনের মত কমেন্ট করেন রূপঙ্কর। তারপর? অরিজিত ভক্তদের কথায়, আর যাই হোক ওকে নিয়ে ছেলেখেলা না। কেউ কেউ সোজা জিজ্ঞেস করলেন, “হূ ইজ অরিজিত ম্যান?” যদিও একথার উত্তর দেন নি রূপঙ্কর। অরিজিত যে সকলের পছন্দের, একথাই বারবার প্রমাণের চেষ্টা করলেন তাঁর ভক্তরা।

জিয়াগঞ্জের অরিজিত গোটা দেশের কাছের মানুষ। তাঁর গানই কারওর ভাল থাকার ওষুধ আবার কারওর ব্যথার ইনজেকশন। তাই তো, তাঁর ছবিতে রূপঙ্করের মন্তব্য চোখে পড়তেই ক্ষুব্ধ দর্শকরা। বছর আগেই, KK-কে নিয়ে মন্তব্য এবং পরমুহূর্তেই তাঁর মৃত্যু, বাংলার শিল্পীকে নিয়ে চরম শোরগোল। অরিজিত এর ভক্তরা রূপঙ্করকে বললেন, “অরিজিত ভালবাসা নেবে কিন্তু আপনি দেবেন না প্লিজ”। আবার কেউ বললেন, “আপনি ওর ওপর নজর দেবেন না স্যার”। কেউ বললেন, “আবার ইনসিকিওরিটি”?