শেষ একবছর ধরে তাঁকে নিয়ে ভয়ঙ্কর বিতর্ক। জীবনে ঘটে গিয়েছে এমন কিছু ঘটনা যার কারণে আজ অনেককিছুই পাল্টে গিয়েছে। তিনি রূপঙ্কর বাগচী। যাকে একনজর দেখলেও রে রে করে ওঠে সাধারণ মানুষ।
Advertisment
ঘটনা গতবছরের। কেকের অনুষ্ঠানের জেরে তখন উত্তাল বাংলা। টিকিট পাওয়া দায়। তারমধ্যেই রূপঙ্কর বলে বসেন, হু ইজ কেকে? তাঁকে নিয়ে এত মাতামাতি কীসের? তারপর থেকে ঠিক দু দিন…কলকাতার বুকে শো করতে এসেই আর সুস্থভাবে ফিরে যাওয়া হয়নি। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। এরপরই, দর্শকদের রোষানলে পড়েন রূপঙ্কর এবং তাঁর পরিবার। শিল্পীকে নিয়ে কাটাছেঁড়া কম হয়নি।
চূড়ান্ত ঝড় বয়েছে তাঁর জীবনে। কিন্তু তিনি থেমে থাকেননি। বাদ পড়েছেন মিও আমরের গান থেকেও। তবে, আবারও নিজের বিস্ফোরক মন্তব্যের জেরে শিরোনামে তিনি। কী এমন বললেন? এক সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমি লোকটা খুব একটা সুবিধার না। খুব সাধারণ না। সেকারণেই, যারা আমার সঙ্গে থাকেন তারা রেগে যান। রেগে চলেও যান। আর, আমিও ঠিক এমনই। একবার রেগে গেলে যা মনে হয় সেটাই করি।"
রূপঙ্কর একজন পাবলিক ফিগার। দীর্ঘদিন কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। একের পর এক হিট গান উপহার দিয়েছেন। কিন্তু, একটি ঘটনার জেরে আজ সবই অতীত। তারপরেও, রূপঙ্কর জানালেন, "আমার মনে এসেছে কোনও কথা, আমি সেটা কাউকে বলিনি এটা হতেই পারে না। গালাগাল বিষয়টা খারাপ ব্যাপার। আমি হয়তো, সেই মানুষটা সম্মানে বড় বলে কিছু বলি না। এগুলো আমি চিন্তা করি।"
প্রসঙ্গত, কেকের মৃত্যুর পর নিজেকে বেশ কিছুদিন আড়ালেই রেখেছিলেন তিনি। কিছুদিন আগেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে গিয়ে জানিয়েছিলেন, তিনি নাকি সবথেকে বেশি ভয়ে ছিলেন তাঁর মেয়েকে নিয়ে। এটুকু মেয়ে, এহেন হিংসার শিকার? শিল্পী এবং তাঁর স্ত্রী জানিয়েছিলেন, কোনও শত্রুকেও যেন এসবের মধ্যে দিয়ে যেতে না হয়। যদিও, এখন অনেকটা স্বাভাবিক জীবনে ফিরেছেন তাঁরা। শো করছেন, রিয়ালিটি শোয়ের মঞ্চে যাচ্ছেন।