রূপঙ্কর বাগচীর হলটা কী? তিনি ক্রমশই একের পর এক গায়ক গায়িকাকে নিয়ে মন্তব্য করে সমালোচনার শিকার হচ্ছেন। এর আগে কেকে, আর এবার শ্রেয়া ঘোষাল। কেন থামছেন না তিনি? প্রশ্ন উঠছে এমনও।
এর আগে কেকে যেদিন শেষবারের মতো কনসার্ট করতে এসেছিলেন কলকাতায়, সেদিন মানুষের উন্মাদনা এবং উচ্ছ্বাস নিয়ে তিনি মন্তব্য করে বসেছিলেন, KK, হু ইজ কেকে ম্যান? তারপর যেহেতু সেই কনসার্টের শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি, তারপর রূপঙ্করকে তুলোধোনা করা হয়। আর এবার আবারও...
তিনি শ্রেয়া ঘোষালকে নিয়ে করে বসলেন মন্তব্য। রূপঙ্কর বাগচীকে নিয়ে নানা আলোচনা। তিনি চুপ কর চ্যানেলে একটি সাক্ষাৎকারে বলেন বিশ্বসেরা শিল্পীকে নিয়ে নানা কথা। যাকে নিয়ে আজ অবধি কেউ কিছু বলার সাহস পর্যন্ত পাননি, তাঁকে নিয়ে কী বললেন রূপঙ্কর?
বাংলার এই সুরকারের কথায়, "শ্রেয়া যখন শ্রেয়া ঘোষাল হয়নি, তখন আমার সঙ্গে অনেক কাজ করেছে। কলকাতায়, বাংলাতে। সাগরিকার ব্যানারে আমরা অনেক গান একসঙ্গে গেয়েছি। শ্রেয়া একদম ভাল বাংলা বলতে পারত না। কলকাতার বাঙালি না। ওর বাবা এখানে থাকতেন। কিন্তু ও বড় হয়েছে প্রবাসে। সুতরাং ওর বাংলা উচ্চারণে অসুবিধে ছিল। কিন্তু এখন, যখন ও বাংলা গান গায়, হিন্দি গান তো ভাল গায়ই। কিন্তু, এখন যখন গায়, ও বাংলা রপ্ত করেছে দারুণ। তাই তো, এখন বোঝা যায় না ওর সেই খুঁতটা।"
রূপঙ্কর এখানেই থামলেন না। বরং, জানতে চাইলেন আমি শ্রেয়াকে প্রশ্ন করব, ওর এটা দারুণ বড় পাওয়া। আমার খুব জানতে ইচ্ছে করে ও এটা রপ্ত করল কী করে? আর এদিকে, বেশিরভাগ এই ধরনের মন্তব্য শুনেই রেগে আগুন। তাঁদের আবারও রাগে গা জ্বলছে। কেউ বললেন...
"আপনার আসলে কি হয়েছে? এত ফালতু বকেন কেন আজ?" আবার কেউ বলেন, "শ্রেয়া কবে নাম করেনি? দেবদাস থেকেই ওর দারুণ নাম।" আবার কেউ বলেন, "হিংসা বোধহয় এটাকেই বলে।" কেউ আবার পুরোনো ছন্দেই, এটা কে? বলে বসলেন।