‘ভাগ্যিস নেই! মা বেঁচে থাকলে ধর্ষণের হুমকি পেত’, ফের বিস্ফোরক রূপঙ্কর

ছেলে হিসেবে ‘লজ্জিত’! কষ্ট-যন্ত্রণায় রূপঙ্কর বাগচি।

Rupankar Bagchi, KK Rupankar, Rupankar Bagchi Mother, Singer Rupankar Bagchi, রূপঙ্কর বাগচি, রূপঙ্কর বাগচির মা, ধর্ষণের হুমকি রূপঙ্করের মাকে, Indian Express Entertainment News, Bengali News today
রূপঙ্কর বাগচি

কেকে-বিতর্কের মাস দুয়েক হল! সমালোচনা-কটুক্তিতে ছেয়ে গিয়েছিল নেটদুনিয়া। তবে সেই রেশ এখনও কাটেনি। খুন-ধর্ষণের হুমকি পেতে হয়েছে বাগচি পরিবারকে। এবার ফের সেই প্রসঙ্গ টেনেই রূপঙ্কর বাগচির মন্তব্য, “ভাগ্যিস মা বেঁচে নেই। থাকলে ধর্ষণের হুমকি পেতে হত।”

ছেলে হিসেবে লজ্জিত রূপঙ্কর। বৃহস্পতিবার ছিল গায়কের মা সুমিত্রা বাগচির জন্মদিন। তাঁর স্মরণের সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে একটি পোস্ট করেন রূপঙ্কর। শুধু তাই নয়, কেকে-বিতর্কে জড়িয়ে পারিপার্শ্বিক পরিস্থিতি যেভাবে চাপ সৃষ্টি করেছিল তাঁর ওপর, এমনকী গায়কের স্বর্গীয়া মাকেও ছেড়ে কথা বলেননি সমালোচকরা। সমাজের সেই দৃষ্টিভঙ্গি নিয়েই ‘লজ্জিত’ ছেলে হিসেবে মুখ খুললেন রূপঙ্কর বাগচি।

মা সুচিত্রা বাগচির উদ্দেশে গায়কের মন্তব্য, “মা, তোমার আজ জন্মদিন। তুমি যদি বেঁচে থাকতে তাহলে তোমার বয়স হত ৭৩। ভালই হয়েছে তুমি আর নেই মা। নাহলে এই বয়সে ধর্ষণের হুমকি পেতে হয়তো! কারণ তোমার ছেলের নাম রূপঙ্কর।”

[আরও পড়ুন: ‘খড়ি-ঋদ্ধির ছবি কই’? শুটিং এর ফাঁকে অনস্ক্রিন কাপলের খোঁজ নিচ্ছেন দেবলীনা কুমার!]

কেকে-কাণ্ডের সেই যন্ত্রণা কি মাস দুয়েক বাদেও পিছু ছাড়েনি রূপঙ্কর বাগচির? এপ্রসঙ্গে গায়ক জানান, “আমার মা ২ মাস আগে সত্যিই নেটমাধ্যমের ধর্ষণের হুমকি পেয়েছিলেন। মা খুব সাদামাটা। তাঁর নিজের চোখে যদি এই বার্তা পড়ত, তাহলে খুব দুঃখ পেতেন। ভাগ্যিস মা বেঁচে নেই। থাকলে এসব দেখে-শুনে খুব কষ্ট-যন্ত্রণা পেতেন। মাকে যেদিন নেটমাধ্যমে ধর্ষমের হুমকি দেওয়া হয়েছিল, সেদিন ছেলে হিসেবে খুব লজ্জা পেয়েছি। খুব যন্ত্রণাও হয়েছে।”

প্রসঙ্গত, “কেকে… কেকে.. হু ইজ কেকে, ম্যান?”, এই প্রশ্নটা ছুঁড়েই ভয়ঙ্কর বিপাকে পড়েছিলেন রূপঙ্কর। বিতর্কিত সেই ভিডিওর ২৪ ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের জনপ্রিয় শিল্পী কৃষ্ণকুমার কুন্নথের আকস্মিকপ্রয়াণ (KK Death) ঘটে কলকাতায়। তারপর থেকেই কটাক্ষ, কটুক্তি ভরা মন্তব্যের ছয়লাপ। শিল্পী হিসেবে তাঁর নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিনোদনমহলের একাংশ তো বটেই, এমনকী নেটিজেনরাও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rupankar bagchis mother got raper threats says the singer

Next Story
বিদেশি প্রেমিকার সঙ্গে আংটি বদল অভিনেতা গৌরবের
Exit mobile version