আগে অভিনেতা অভিনেত্রীদের দেখা পেতে গেলে মানুষজনকে কত কান্ড করতে হত। সংবাদ মাধ্যমের পাতা কিংবা টিভির স্ক্রিন ছাড়া তাদের দেখা যেত না। তবে, এখন সমাজ মাধ্যমের যুগে তারা নিজেরাই সকলের কাছে বেশ সহজলভ্য হয়ে উঠেছেন। কেউ কেউ তো নিজেরাই নিজেদের ইউটিউব চ্যানেল চালাচ্ছেন আবার কেউ কেউ আছেন, সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় তাঁর নিত্যদিনের নানা দৃশ্য সকলের সামনে তুলে ধরেন।
রূপসা তাঁর ছেলে দুগাইকে নিয়ে যেমন মিষ্টি কয়েকটি ভিডিও বানান, তেমনই গতকাল তাঁর ছেলের অন্নপ্রাশন উপলক্ষেও আড়ম্বর ছিল দেখার মত। শুধু তাই নয়, লাল রঙের এক বেনারসিতে সেজেছিলেন তিনি। আদ্যোপান্ত বাঙালি সেজে, মাথায় ফুল গুঁজে হাজির হয়েছিলেন। ছেলেকে নিয়ে যত শখ ছিল সবটাই পূরণ করেছেন তিনি। এবং পুঁচকে অগ্নি গতকাল প্রথমে গোপাল সেজে, তারপরের বার রাজবেশে ভাত খেয়েছ। নিয়ম মেনে গায়ে হলুদ থেকে শুরু করে আশীর্বাদ সবই হয়েছে। কিন্তু, মা রূপসাকে নিয়ে নানা আলোচনা। কেন? তারকারা এমনিও সবসময় আলোচনার শিকার হন। শুধু আলোচনার শিকার বললে ভুল হবে, এবার তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
ছেলের মুখেভাতে যেভাবে সেজেগুজে হাজির হয়েছিলেন তিনি, সেরকমই এক কান্ড ঘটিয়েছেন। যে টাবে বসিয়ে তাঁর ছেলেকে তিনি স্নান করাচ্ছিলেন, সেখানেই জুতো পরে উঠে গেলেন তিনি। পদ্ম আকৃতির সেই আসনে পুঁচকে অগ্নিকে বসিয়ে স্নান করাচ্ছিলেন তিনি। এবং সেখানে জুতো পরে ওঠেন। এই দৃশ্য দেখেই অনেকে ছিঃ ছিঃ করেছেন। জুতো পরে ওঠার কী সত্যিই কোনও দরকার আছে। শুভ কাজের নিয়ম খালি পায়ে করার কথাই বলেন সকলে। তাহলে, এত বড় ভুল হল কি করে তাঁদের দিয়ে? দৃশ্য প্রকাশ্যে আসতেই নেট নাগরিকদের নানা মন্তব্য।
কেউ বলছেন, 'বাহ! কী কালচারাল পরিবার।' আবার কেউ বলছেন, জুতোটাই চোখে পড়ার মতো বিষয়। আবার কারওর কথায়, 'দুধের শিশু, তাঁর অন্নপ্রাশন, সেখানে মা জুতো পরে স্নান করাচ্ছে। বোধ বুদ্ধি কিছুই নেই।' আবার কেউ কেউ এমনও বললেন, 'হিন্দু কালচার এরাই নষ্ট করেন।' গতকাল বাচ্চার অন্নপ্রাশন উপলক্ষে সকলকেই লাল পোশাকে দেখা গিয়েছিল। এমনকি ছোট্ট অগ্নিও তাই। সব মিলিয়ে নানা ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে।