Advertisment
Presenting Partner
Desktop GIF

Rupsa Chatterjee: রাতবিরেতে রূপসার প্রেগন্যান্সি ক্রেভিং, বর সায়নদ্বীপ যা করলেন...

Rupsa Chatterjee: বিয়ের একমাসের মধ্যে অন্তঃসত্বা হওয়ার কথা জানান রূপসা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁকে এই প্রসঙ্গে ফোন করা হলে তিনি জানিয়েছিলেন, সকলের একটাই প্রশ্ন, আমি কীভাবে মা হলাম।

author-image
Anurupa Chakraborty
New Update
sayandip rupsa

Rupsa-Sayandip: বউয়ের জন্য যা করলেন তিনি...

অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় মা হতে চলেছেন। সেই নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ কেউ তাঁকে এমন ব্যাখ্যা করেছিলেন যে বিয়ের আগে থেকে অন্তঃসত্বা গিয়ে যাওয়ার বিষয়টা এখন ট্রেন্ড হয়ে গিয়েছে। এর আগে কাঞ্চনের স্ত্রী শ্রী বিয়ের আটমাসের মাথায় মা হয়ে বিতর্কের জন্ম দেন।

Advertisment

তারপরই বিয়ের একমাসের মধ্যে অন্তঃসত্বা হওয়ার কথা জানান রূপসা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁকে এই প্রসঙ্গে ফোন করা হলে তিনি জানিয়েছিলেন, সকলের একটাই প্রশ্ন, আমি কীভাবে মা হলাম। লোকে জানে না কীভাবে মা হলাম? আজব সব প্রশ্ন? এবার দেখা গেল কিভাবে তাঁর স্বামী সায়ন্দীপ তাঁর যত্ন করছেন। স্ত্রীর পছন্দের সবকিছু রান্না করে খাওয়াচ্ছে।

সায়নদ্বীপ বউয়ের প্রেগন্যান্সি ক্রেভিং শুরু হতেই দায়িত্ব নিলেন তাঁর খাবার দাবারের। এখানেই শেষ না। বরং, তাঁকে দেখা গেল বউয়ের জন্য পিজ্জা বানাতে। পিজ্জা বেস থেকে শুরু করে,  টপিং সবটাই নিজে হাতে বানালেন তিনি। তারপর, সেই ছবি শেয়ার করলেন সমাজ মাধ্যমে। অভিনেত্রী লিখছেন...

"বাড়িতে তৈরি পিজ্জা। কারা শেফ? আমরা। শনিবারের রাত জমে গিয়েছে।" উল্লেখ্য, অভিনেত্রীকে দেখা গেল হাসিমুখে পিজ্জার প্লেট নিয়ে ছবি তুলতে। এই সময় রাত বিরেতে প্রেগন্যান্সি ক্রিভিং হতেই পারে। কিন্তু, বর যদি নিজের হাতে বানিয়ে খাওয়ায়, তাহলে এর থেকে বড় আনন্দ আর আছে কি? অভিনেত্রীও যেন সেই আনন্দই পেলেন।

প্রসঙ্গে, দীর্ঘ একবছর আগে আইনি বিয়ে হয় তাঁর। এবং তারপর থেকে দিনের পর দিন শুধু প্রী ওয়েডিং থেকে শুরু করে, নানা আয়োজন ছিল জমজমাট! বিয়ের সময় যেভাবে নানা ভিডিও এবং ছবি প্রকাশ্যে এসেছিল তাতে করে কেউ কেউ বাঁকা চোখে তাকিয়েছিলেন আবার কেউ কেউ এমনও বলেছিলেন, যে বিয়ে যেন এমন হয়।

Tollywood Actress Rupsa Chatterjee tollywood news
Advertisment