আচমকাই সব শেষ, চলে গেলেন ব্যান্ডের লিড ভোকালিস্ট

ব্যান্ডের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে লেখা হয়, "এমন এক বেদনাদায়ক মুহূর্তে বলার মতো, সঠিক শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমাদের প্রিয় ভোকালিস্ট..."

ব্যান্ডের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে লেখা হয়, "এমন এক বেদনাদায়ক মুহূর্তে বলার মতো, সঠিক শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমাদের প্রিয় ভোকালিস্ট..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
548296855_1363557688462219_2850452249847426152_n

চলে গেলেন শিল্পী...

আবার এক ভোকালিস্টের অকালে চলে যাওয়া। সমাজ মাধ্যমের পাতায় তাঁর মৃত্যুর খবর শেয়ার করা হয়েছে। সকলের কাছে তিনি ব্যান্ডের মাধ্যমে পরিচিত ছিলেন। কিন্তু, এত অল্প বয়সে যে চলে যাবেন সেটা হয়তো আশাও করতে পারেননি তাঁর ভক্তরা। 

Advertisment

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড র‍াস্টফ-এর ভোকালিস্ট আহরার মাসুদ, যিনি ভক্তদের কাছে দীপ নামে পরিচিত, পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার সকাল আটটার দিকে র‍াস্টফ ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক থেকে, শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Advertisment

ফেসবুক পোস্টে ঠিক কী লেখা ছিল? ব্যান্ডের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে লেখা হয়, "এমন এক বেদনাদায়ক মুহূর্তে বলার মতো, সঠিক শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমাদের প্রিয় ভোকালিস্ট, বন্ধু এবং সহযাত্রী আহরার ‘দীপ’ মাসুদের চলে যাওয়ার খবর আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমরা স্তম্ভিত, এখনো অবিশ্বাসের পর্যায়ে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।"

আহরার মাসুদের অকালপ্রয়াণ শুধু র‍াস্টফ ব্যান্ডকেই নয়, সমগ্র সংগীতপ্রেমীদের হৃদয়েও গভীর শূন্যতা তৈরি করেছে। শোকবার্তায় আরও বলা হয়েছে- "তাঁর পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা রইল। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে। এবং তার চেয়েও বড় কথা, মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, সেকথা নতুন করে বলার নয়। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে তার পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।

Entertainment News Today