'মানসিক হাসপাতালে' গায়ক নোবেল! 'ভাইরাল' হল ভিডিও

তাহলে কি সত্যিই নোবেল মানসিকভাবে অসুস্থ?

তাহলে কি সত্যিই নোবেল মানসিকভাবে অসুস্থ?

author-image
IE Bangla Web Desk
New Update
Nobel

জনপ্রিয়তার গোড়া থেকেই বিতর্কের শিরোনামে থাকে নোবেলের (Noble) নাম। বাংলাদেশি গায়ক জি বাংলার রিয়্যালিটি শো সা-রে-গা-মা-পা'র দৌলতেই আজ এপার-ওপার দুই বাংলাতেই চেনা মুখ। তবে খ্যাতির শীর্ষে পৌঁছে তাঁর দর্পচূর্ণ হতেও বেশি সময় লাগেনি। একের পর এক বিতর্কিত মন্তব্য করে তিনি শ্রোতাদের বিরাগভাজন তো হয়েইছেন, উপরন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করতে এখন ছাড়েন না খোদ বাংলাদেশের মানুষেরা। সেই নোবেল-ই গিয়েছিলেন পাবনার এক বিখ্যাত মানসিক হাসপাতালে! আর শুধু গিয়েই ক্ষান্ত থাকেননি। সেখানকার রোগীদের সঙ্গে জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'ও গেয়েছেন। সেই ভিডিও-ই নেটদুনিয়ায় এখন ভাইরাল।

Advertisment

কিন্তু কী কারণে মানসিক হাসপাতালে যেতে হয়েছিল নোবেলকে? সেই কারণ যদিও এখনও খোলসা হয়নি। তবে এর পাশাপাশি প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই নোবেল মানসিকভাবে অসুস্থ? নেটিজেনদের একাংশের ধারণা, খামখেয়ালি এই সংগীতশিল্পী আদতে মানসিক হাসপাতাল পরিদর্শনেই গিয়েছেন। তবে অনেকের কথায়, পুলিশের পরামর্শেই পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন নোবেল।

কারণ, বিগত কয়েক দিন ধরেই গায়কের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল ঢাকা পুলিশেরকাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ডিভিশনের তরফে। গিয়েওছিলেন। পরে আবার প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন বিতর্কিত মন্তব্যের জন্য। কিন্তু এবার মানসিক হাসপাতালে কী করতে গিয়েছিলেন? সেই কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গিয়েছে, নোবেলের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন।

Singer Noble Bangladesh