Saahil Khan: বলিউড তারকার স্ত্রীর সঙ্গে পরকীয়া! 'সমকামী' হয়েও নারীসঙ্গ ছাড়েননি ধৃত সাহিল খান

Saahil Khan news: অভিনেতার দুবাইয়ে রয়েছে বিরাট জিম! কিন্তু বলিউডে তাঁর সুনামের থেকে দুর্নামের পরিমাণ বেশি...

Saahil Khan news: অভিনেতার দুবাইয়ে রয়েছে বিরাট জিম! কিন্তু বলিউডে তাঁর সুনামের থেকে দুর্নামের পরিমাণ বেশি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sahil Khan, sahil khan fitness, Sahil Khan body builder, Sahil Khan news, Sahil Khan arrested, Sahil Khan updates, sahil khan controversy, Sahil Khan bollywood

Saahil Khan- বেটিং কেসে ফাঁসলেন সাহিল

অভিনেতা সাহিল খানকে গ্রেফতার করা হয়েছে ছত্তিশগড় থেকে। কে এই সাহিল খান? আর পাঁচজন তার মতই মহাদেব বেটিং অ্যাপ কেসে জড়িয়েছেন। কিন্তু সাহিল খানকে নিয়ে ধরমারপাচার!

Advertisment

এই সাহিল খানকে নিয়ে রয়েছে নানা বিতর্ক! কেন? শুরুর দিকে তাঁর ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার, বেশ কিছু ছবি করেছিলেন বলিউডে কিন্তু, লাভের লাভ হয়নি। উল্টে অভিনেতা নিজের পেশা বদল করে বডি বিল্ডার এবং জিমের মালিকানা নিলেন। কানাঘুষো খবর, দুবাইয়ে তাঁর বিরাট জিম রয়েছে।

মহাদেব বেটিং কেসের কারণে এর আগেও বহু তারকাকে তলব করা হয়েছিল। কিন্তু, সাহিল খানের এর আগেও পুলিশের খাতায় নাম রয়েছে। নানা সময় নানা বিতর্কিত কাণ্ডে তিনি জড়িয়েছেন। এমনকি তাঁর নাম জড়িয়েছিল বলিউড তারকার স্ত্রীর সঙ্গেও!

কী কী কারণে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেতা?

Advertisment

১. বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছিল তাঁর। একটা সময় আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়ায় সেই বিষয়টি। একসঙ্গে একটি ব্যবসা খুলেছিলেন তাঁরা। কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে সেই প্রভাব ব্যবসায় পড়তে থাকে। অভিনেতা একটা সময় স্বীকার করে নেন তাদের সম্পর্কের কথা। এর পরেই আয়েশা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয়, তারকা পত্নী দাবি করেছিলেন, সাহিলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না পেশা ছাড়া। কিন্তু লাভ হয়নি। সাহিলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আদালতে পেশ করা হলে, আয়েশা জানান, এসব নকল! কারণ, ও একজন সমকামী। পরবর্তীতে তাঁরা নিজেদের মধ্যেই সমস্যার সমাধান করে নেন তারা।

২. ২০২১ সালে মনোজ নামক একজন বডি বিল্ডারের মৃত্যুর পর তাঁর নাম জড়িয়ে যায়। সেই ব্যক্তি তাঁর মৃত্যুর আগে চিঠিতে লিখেছিলেন, আমার নামে সমাজ মাধ্যমে নানা সময় মিথ্যা রটাত ও। আমার সাফল্যকে হিংসা করত। আমার স্ত্রীর সঙ্গে অশান্তি লাগিয়ে দিয়েছিল।

৩. অন্যদিকে ২০২৩ সালে এক মহিলা তাঁর নামে থানায় অভিযোগ করেন। তিনি এও বলেন, সাহিলের জিমে টাকা নিয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন অভিনেতা।

উল্লেখ্য, অভিনেতা নাকি একবার বিয়েও করেছিলেন। নরওয়ের একজন শিল্পীর সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন। কিন্তু, সেই বিয়ে স্থায়ী হয়নি। বরং দুবছর পরেই ডিভোর্স হয় তাঁদের।   উল্লেখ্য, অভিনেতার জন্ম কলকাতায়। কিন্তু, তিনি এখানে বেশিদিন তিনি থাকেননি। মাত্র ১৫ বছর বয়সেই তিনি চলে গিয়েছিলেন মুম্বাইতে।

bollywood Entertainment News