Advertisment

পুরভোটে বাংলায় সবুজ ঝড়, 'পুষ্পা' স্টাইলে সায়নী বললেন 'মমতা ঝুকেগা নেহি…', দেখুন

এবার রাজনীতিতেও 'পুষ্পা'-জ্বর। ভিডিও ঘিরে শোরগোল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
'পুষ্পা' স্টাইলে সায়নী ঘোষ, Saayoni Ghosh, Bengal Civic Poll 2022

সায়নী ঘোষ

বাইশের পুরভোটে বাংলায় সবুজ ঝড়। রাজ্যের শাসকদলের নির্বাচনী রেজাল্টে ধরাশায়ী বিরোধীরা। বামেদের কিঞ্চিৎ উত্থান হলেও তৃণমূলের ছক্কায় গেরুয়া শিবির বোল্ড আউট! আর সবুজ শিবিরের এমন সাফল্যেই উচ্ছ্বসিত যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। 'পুষ্পা' স্টাইলে বললেন 'মমতা ঝুকেগা নেহি…'। তৃণমূল নেত্রীর সোশ্যাল পেজ থেকেই সেই ভিডিও রীতিমতো ভাইরাল।

Advertisment

‘পুষ্পা: দ্য রাইস’- নামটাই যথেষ্ট। রিলিজের পরই ছক্কা হাঁকিয়েছে আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত এই ছবি। বক্স অফিসেও বাজিমাত! দিন কয়েকের মধ্যেই একশো কোটির ক্লাবে পা রেখেছে। সিনেমার অ্যাকশন দৃশ্য থেকে গান, এককথায় বলা যায় রিলিজের মাসখানেক বাদেও ‘পুষ্পা’-জ্বরে আক্রান্ত দর্শকরা। এবার ফিল্মি দুনিয়ার গণ্ডী পেরিয়ে রাজনৈতিক ময়দানেও কাঁপন ধরাল ‘পুষ্পা’। সিনেমায় আল্লু অর্জুনের জনপ্রিয় সংলাপ 'ম্যায় ঝুকেগা নেহি…' অনুকরণ করে তারকা-রাজনীতিবিদ সায়নী ঘোষও মঞ্চে ডায়লগ আওড়ালেন 'মমতা ঝুকেগা নেহি…'।

চেনা স্লোগানকে রাজনীতির মোড়কে উপস্থাপন করে বিরোধী শিবিরকে একহাত নিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী। ভাইরাল ওই ভিডিওতেই দেখা গেল- দক্ষিণী সুপারস্টার আল্লুর স্টাইলে গালে হাত দিয়ে সায়নী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বলছেন, 'মমতা ঝুকেগা নেহি…'। সেই সংলাপ বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতাদের হাততালি আর শোরগোল। ব্যাকগ্রাউন্ডে ওই সিনেমারই 'ও আন্তাভামা'র সুর।

<আরও পড়ুন: মহা শিবরাত্রি উপলক্ষে নাচে মাতলেন কঙ্গনা, সাধারণ নাগরিক হিসেবেই উৎসবে সামিল অভিনেত্রী>

উল্লেখ্য, রাজনীতিতে পদাপর্ণের পর থেকেই সায়নী ঘোষের বিভিন্ন প্রচার, সমাবেশের ভিডিওয় হিট গানের ব্যবহার দেখা গিয়েছে। যা নেটিজেনদের মন মাতিয়ে এসেছে এযাবৎকাল। এবার পুরভোটে তৃণমূলের জয়ের পর সায়নীর নয়া ভিডিওকে ঘিরেও সেই উচ্ছ্বাস দেখা গেল।

প্রসঙ্গত, দেবাংশু ভট্টাচার্যের 'খেলা হবে' স্লোগান মাতিয়েছিল একুশের বিধানসভা ময়দান। বাংলার গণ্ডী পেরিয়ে একাধিক রাজ্যে রীতিমতো হিট 'খেলা হবে'। তবে এবার যুব তৃণমূলের সভানেত্রী 'পুষ্পা'-জ্বরে আক্রান্ত। সায়নীর পেজ থেকে সেই ভিডিওতে লাইক-রিঅ্যাকশনের সংখ্যা ১১ হাজারেরও বেশি। ২ লক্ষেরও বেশি ভিউয়ার্স সংখ্যা। কমেন্ট ৬০০ পার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pushpa the rise Bengal Civic Poll 2022 West Bengal News tmc Saayoni Ghosh Entertainment News
Advertisment