/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/jaya.jpg)
Jaya ahsan movie- কী হল জয়ার নতুন ছবির প্রিমিয়ারে?
Saayoni Ghosh: জয়া এহসানের ভূত্পরী রিলিজের উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারের। সেখানেই দেখা যায় সায়নী ঘোষকে। জয়ার ছবির বিশেষ প্রিমিয়ারে এসেছিলেন অভিনেত্রী। আর তারপরেই...
পরনে লাল রঙের শাড়ি, সেজেগুজে ঠিক যেন আদ্যোপান্ত একজন পরী জয়া ( Jaya Ahsan )। তাঁকে নাকি ভুতপরী ( Bhootpori ) বলা? বেশিরভাগই বলে থাকেন, যত বয়স বাড়ছে তার ততই যেন সুন্দরী হচ্ছেন তিনি। আর এতে কোনও ভুল নেই। তবে, এবার তাঁর প্রিমিয়ারে গিয়েই ফাঁসলেন সায়নী ঘোষ ( Saayoni Ghosh )। কিন্তু কেন?
জয়ার রূপের প্রশংসা করতে গিয়েই তাঁকে যা যা শুনতে হল। যবে থেকে তিনি রাজনীতির সঙ্গে জুড়েছেন তবে, থেকে সাজগোজ অনেক কমে গিয়েছে তাঁর। একদম সাদামাটা সাজে তাঁকে দেখা যায়। এবারও ব্যতিক্রম না। জয়াকে দেখেই জড়িয়ে ধরলেন তিনি। আর তারপর বললেন, "জয়া এহসানকে কেউ ভুত তো বলবেন না, তবে পরী অবশ্যই বলতে পারেন।" যদিও সায়নীর এই কথায়, জয়া নিজেও হেসে ওঠেন।
আরও পড়ুন - Dolon Roy: ‘শরীরী ভালবাসায় আমি সম্পৃক্ত…’, দীপঙ্কর নিয়ে অকপট দোলন
কিন্তু, সায়নী ঘোষকে ট্রোল করলেন বেশিরভাগ। জয়া না হয় পরী। কিন্তু সায়নীকে উদ্দেশ্য করে তারা বললেন, কলাগাছ হিসেবে আপনাকেও ভাল মানাবে। আবার কেউ কেউ এমনও বললেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষরা সায়নী ঘোষকে ভুত এবং পেত্নী দুভাবেই বর্ণনা করি। পাবলিকের তাড়া খাওয়া পেত্নী।
উল্লেখ্য, গতবছর জয়ার জন্য বেশ ভাল গিয়েছে। একেই, তো দশম অবতারের সাফল্য। তাঁর সঙ্গে অর্ধাঙ্গিনী ছবিও বেশ মনে ধরেছিল দর্শকদের। আর এবার একইসঙ্গে দুই দেশের ছবি। জয়ার ভুতপরীর পাশাপাশি বাংলাদেশেও তাঁর ছবি রিলিজ করেছে।