'ধোঁয়া যখন উঠছে..', বরবেশে দাদা অরূপ বিশ্বাস, বিয়ের জল্পনা উস্কে দিলেন সায়নী

দাদার সাজ দেখে সায়নী কী বললেন?

দাদার সাজ দেখে সায়নী কী বললেন?

author-image
Anurupa Chakraborty
New Update
Saayoni Ghosh remarks on Arup Biswas dressing attire in bhai fota occasion

অরূপ-সায়নীর ফোঁটা

মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে আয়োজন করা হয়েছিল এক অনন্য ভাইফোঁটার। শুধু তাই নয়, প্রতিবারের মতো এবারও বৃদ্ধাশ্রমের দিদাদের সঙ্গে টলিনায়িকারা যোগ দিয়েছেন। ছিলেন যুব নেত্রী সায়নী ঘোষ।

Advertisment

দাদা অরূপ বিশ্বাসের সঙ্গেই আরও অনেককে ফোঁটা দিলেন সায়নী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি অভিনেত্রী। অরূপ বিশ্বাসকে নিয়ে বড় কথা বললেন তিনি। কী বললেন সায়নী? যে সমালোচনা তুঙ্গে।

অরূপ বিশ্বাসের পরনে তসরের পাঞ্জাবি। হাজির হয়েছিলেন ফোঁটা নিতে। বেশ কেমন যেন বরবেশে এলেন বিদ্যুৎ মন্ত্রী। আর এই দেখেই মজা উঠল প্রাঙ্গণে। সায়নীর সঙ্গে বেশ মজার সম্পর্ক তার। তাই তো, দাদার হয়ে মজা করলেন তিনিও। অরূপ দা, তৈরি হচ্ছেন বিয়ের জন্য? প্রশ্ন শুনেই যা বললেন সায়নী...

Advertisment

অভিনেত্রীর কথায়, "আমি তো তাই ভাবছি! দাদাকে আজকে দেখলাম, ভাইফোঁটার দিন কিন্তু বেশ বর সেজে হাজির হয়েছেন। হয়তো, উনি তৈরি হচ্ছেন। তবে, দেখুন যখন ধোঁয়া উঠছে যখন তখন আগুন তো কোথাও লেগেছে"। আর এই  কথা শুনেই হইহই। হেসে গড়ালেন বেশিরভাগ। তাহলে কি বিয়ে করছেন তিনি? যদিও এই নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন সায়নী।

উল্লেখ্য, যুব নেত্রী সায়নী নিজের কাজ এবং রাজনীতির ময়দান, দুটি কারণেই চর্চায় থাকেন। আজকে অরূপ বিশ্বাসের আয়োজনে হাজির ছিলেন অনেকেই। নুসরত জাহান থেকে সৌমীতৃষা, সকলেই এসেছিলেন সেখানে।

tollywood Saayoni Ghosh Entertainment News Arup Biswas