৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তৃতা দিতে গিয়ে বড়সড় বেঁফাস মন্তব্য করে বসেন প্রধানমন্ত্রী। বাংলার তমলুকের মাতঙ্গিনী হাজরাকে (Matangini Hazra) অসমের বীরাঙ্গনা বলে দাবি করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। যে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। এবার সেই প্রেক্ষিতেই সৃজিত মুখোপাধ্যায়ের সদ্য রিলিজ হওয়া ওয়েব সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'র অনুকরণে মোদীকে বিঁধলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী টুইটারে REKKA'র পোস্টার শেয়ার করেছেন। যেখানে মোদীর ছবি স্পষ্ট। বাংলার বিধানসভা ভোটের আগে অনেকেই প্রধানমন্ত্রীর বেশভূষার সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা টেনে বিদ্রুপ করেছিলেন। এবার বাংলা ওয়েব সিরিজের সেই পোস্টারে মোদীর ছবি বসিয়ে মাতঙ্গিনী প্রসঙ্গ টানলেন সায়নী। সেখানে লেখা- "মাতঙ্গিনী এখানে কখনও আন্দোলন করতে আসেননি।" এই পোস্টার অবশ্য অভিনেত্রীর মস্তিষ্কপ্রসূত নয়। তা টুইটেই খোলসা করে দিয়েছেন তিনি। সায়নী ক্যাপশনে লিখেছেন, "হোয়াটসঅ্যাপ মারফৎ পেলাম। বাঙালিদের জন্য খানিক রসিকতার সময়।"
সায়নী ঘোষের সেই পোস্ট নিয়েই শোরগোল নেটদুনিয়ায়। নেটজনতার একাংশ বেজায় মজেছেন এমন পোস্টারে। উল্লেখ্য, গত সপ্তাহেই হইচই-এর প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। সিনেপ্রমীদের একাংশ যে সিরিজ দেখে পরিচালককে তো তুলোধনা করেছেনই, উপরন্তু রিভিউ-ও খুব একটা ভাল নয়। এবার সেই ওয়েব সিরিজের নামের অনুকরণেই মোদীর বেফাঁস মন্তব্যের পাল্টা জবাব দিলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
'মাতঙ্গিনী এখানে কখনও আন্দোলন করতে আসেননি', সৃজিতের REKKA স্টাইলে মোদীকে তোপ সায়নীর
মাতঙ্গিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য! মোদীকে পাল্টা তোপ সায়নীর।
মাতঙ্গিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য! মোদীকে পাল্টা তোপ সায়নীর।
মাতঙ্গিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য! মোদীকে পাল্টা তোপ সায়নী ঘোষের
৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তৃতা দিতে গিয়ে বড়সড় বেঁফাস মন্তব্য করে বসেন প্রধানমন্ত্রী। বাংলার তমলুকের মাতঙ্গিনী হাজরাকে (Matangini Hazra) অসমের বীরাঙ্গনা বলে দাবি করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। যে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। এবার সেই প্রেক্ষিতেই সৃজিত মুখোপাধ্যায়ের সদ্য রিলিজ হওয়া ওয়েব সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'র অনুকরণে মোদীকে বিঁধলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী টুইটারে REKKA'র পোস্টার শেয়ার করেছেন। যেখানে মোদীর ছবি স্পষ্ট। বাংলার বিধানসভা ভোটের আগে অনেকেই প্রধানমন্ত্রীর বেশভূষার সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা টেনে বিদ্রুপ করেছিলেন। এবার বাংলা ওয়েব সিরিজের সেই পোস্টারে মোদীর ছবি বসিয়ে মাতঙ্গিনী প্রসঙ্গ টানলেন সায়নী। সেখানে লেখা- "মাতঙ্গিনী এখানে কখনও আন্দোলন করতে আসেননি।" এই পোস্টার অবশ্য অভিনেত্রীর মস্তিষ্কপ্রসূত নয়। তা টুইটেই খোলসা করে দিয়েছেন তিনি। সায়নী ক্যাপশনে লিখেছেন, "হোয়াটসঅ্যাপ মারফৎ পেলাম। বাঙালিদের জন্য খানিক রসিকতার সময়।"
সায়নী ঘোষের সেই পোস্ট নিয়েই শোরগোল নেটদুনিয়ায়। নেটজনতার একাংশ বেজায় মজেছেন এমন পোস্টারে। উল্লেখ্য, গত সপ্তাহেই হইচই-এর প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। সিনেপ্রমীদের একাংশ যে সিরিজ দেখে পরিচালককে তো তুলোধনা করেছেনই, উপরন্তু রিভিউ-ও খুব একটা ভাল নয়। এবার সেই ওয়েব সিরিজের নামের অনুকরণেই মোদীর বেফাঁস মন্তব্যের পাল্টা জবাব দিলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন