Saayoni Ghosh: কলকাতায় হল না এবার দিল্লিতে! সংসদ হয়েও 'মাটির মানুষ' সায়নী, ভাইরাল ছবি...

Saayoni Ghosh in New Delhi: তারকা হওয়ার পর কলকাতা মেট্রোয় চড়েছেন কিনা সেই বিষয়টি ধোঁয়াশায়। কিন্তু দিল্লিতে গিয়ে আর পাঁচজনের সঙ্গে মেট্রোয় উঠেই নিজের সাধারণত্ব দেখালেন অভিনেত্রী এবং সংসদ।

Saayoni Ghosh in New Delhi: তারকা হওয়ার পর কলকাতা মেট্রোয় চড়েছেন কিনা সেই বিষয়টি ধোঁয়াশায়। কিন্তু দিল্লিতে গিয়ে আর পাঁচজনের সঙ্গে মেট্রোয় উঠেই নিজের সাধারণত্ব দেখালেন অভিনেত্রী এবং সংসদ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Saayoni Ghosh traveling with a metro in delhi tollywood news

মেট্রোয় চেপে কই গেলেন সায়নী?

সায়নী ঘোষ, দিল্লিতে রয়েছেন অভিনেত্রী এবং সংসদ। পার্লামেন্টে আজকে চতুর্থ দিন। তাঁকে, ভিন্ন রূপে দেখা যাচ্ছে।

Advertisment

কিন্তু নীল রঙের শাড়ি যেন ছাড়তে পারছেন না সায়নী। টানা পরপর তাঁকে নীল রঙের শাড়িতে দেখা যাচ্ছে। তাহলে কি নীলের উন্নয়ন ছেড়ে বেরোতে পারছেন না তিনি? সোশ্যাল মিডিয়ার বুকে ভাইরাল সায়নীর ছবি। তাঁকে দেখা গেল দিল্লিতে। দিল্লি মেট্রোয় সাধারণ মানুষ সায়নী।

তারকা হওয়ার পর কলকাতা মেট্রোয় চড়েছেন কিনা সেই বিষয়টি ধোঁয়াশায়। কিন্তু দিল্লিতে গিয়ে আর পাঁচজনের সঙ্গে মেট্রোয় উঠেই নিজের সাধারণত্ব দেখালেন অভিনেত্রী এবং সংসদ। জানা জাচ্ছে, দিল্লির শিবাজি পার্ক স্টেশন থেকে সেন্ট্রাল সেক্রেটেরিয়েট মেট্রো স্টেশন অবধি গিয়েছেন তিনি। প্রায় ৪০ মিনিটের যাত্রাপথ। সেই মুহূর্ত হল ক্যামেরাবন্দি। কিন্তু, এতেও অনেক আলোচনা উঠছে।

Advertisment

আরও পড়ুন - Kaushambi Chakraborty: বিয়ের কিছুদিন যেতে না যেতেই জীবনে নেমে এল দুর্যোগ! আচমকা স্বজনহারা কৌশাম্বি চক্রবর্তী…

একজন সংসদের কোনও সিকিওরিটি নেই? তাঁকে কেউ চেনেনা বলে এই অপমান! প্রশ্ন ছুঁড়ছেন যাদবপুরের মানুষরা। কেউ কেউ বলছেন, এগুলো ঠিক না! উনার একটা নিরাপত্তা প্রয়োজন। আবার কেউ বললেন, এভাবে একজন সংসদের রাস্তায় যাওয়া ঠিক? আবার কেউ কেউ ভিন্ন কথাও বলেন...

তাঁদের দাবি, উনি লোক দেখাতে এসব করছেন। বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। উল্লেখ্য, এর আগে সায়নী ঘোষকে দেখা গিয়েছে আবার প্রলয় সিরিজে। তাঁর আগে জিতু কামালের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে অপরাজিত ছবিতে।

tollywood Saayoni Ghosh Entertainment News