Advertisment

'ঘরের মেয়ে'! আসানসোলে প্রচারের ফাঁকে ক্রিকেট, আদিবাসী গ্রামে চপ-মুড়িও খেলেন সায়নী

আসানসোলের তৃণমূলের তারকাপ্রার্থীর এহেন ঘরের মেয়ে আচরণে মুগ্ধ মানুষজন।

author-image
IE Bangla Web Desk
New Update
saayoni

নির্বাচনী প্রচারে নেমেই ‘শিবলিঙ্গে কন্ডোম পরানো’ ইস্যুতে কটাক্ষ শুনেছিলেন। বিক্ষুব্ধ বিরোধী শিবিরের কর্মী-সমর্থকদের উচিত জবাব দিয়ে চুপ করিয়েছেন। পাশাপাশি প্রচারও চালাচ্ছেন দিনরাত এক করে। কারণ, একটা মুহূর্তও তিনি এখন নষ্ট করতে চান না। আর নির্বাচনী প্রচারের ফাঁকেই এবার ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন রাস্তার মাঝে। তৃণমূলের তারকাপ্রার্থীর এহেন ঘরের মেয়ে আচরণে মুগ্ধ মানুষজন।

Advertisment

সক্রিয় রাজনীতির ময়দানে নায়িকার অভিষেক ঘটেছে সদ্য। তৃণমূলে (TMC) যোগ দিয়েই ভোটে প্রতিদ্বন্দিতা করার টিকিট পেয়েছেন। বাবুল-গড় আসানসোল (Asansole) দক্ষিণ বিধানসভার মতো গেরুয়া ঘাঁটিতে দলনেত্রী ভরসা রেখেছেন সায়নী ঘোষের উপর। একুশের রণক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে মমতার একনিষ্ঠ সৈনিক হিসেবে তিনিই লড়বেন বিজেপির (BJP) বিরুদ্ধে। আর সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই কোমর বেঁধে আসানসোলের ময়দানে নেমে পড়েছেন টলিউড অভিনেত্রী। কখনও জনসাধারণের মাঝখানে মিশে গিয়ে ভোটপ্রার্থনা করছেন, কখনও বা দুস্থদের বুকে টেনে নিচ্ছেন। আবার কখনও বা ক্রিকেট খেলছেন, প্রচারের ফাঁকে দলের মহিলা সদস্যদের সঙ্গে মশকরাও করছেন নায়িকা।

দলনেত্রীর মা-মাটি-মানুষ আদর্শে ভরসা রেখে ‘দিদির দূত’ হিসেবে পৌঁছে গিয়েছেন জনসাধারণের দুয়ারে দুয়ারে। গতকাল বার্নপুর শিল্পাঞ্চলের একেবারেই লাগোয়া দামোদর নদের তীরে রয়েছে বেশ কয়েকটি গ্রাম। প্রত্যন্ত এই গ্রামগুলিতে আধিবাসীদের বসবাস। ভোটের প্রচারে বেরিয়ে সেখানেও যান সায়নী। প্রচারের ফাঁকে হালকা পেটভরাতে রাস্তার ধারে বসে চপ-মুড়ি খেলেন। শুধু তাই নয়, তাদের হাতে হাত রেখে মাদলের তালে নাচলেনও।

প্রসঙ্গত ভোটের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। বাংলার অলিতে-গলিতে এখন একুশের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) আমেজ। ফ্ল্যাক্স, পোস্টার, দেওয়াল লিখনে এ বলে আমায় দেখ, ও বলে আমায়…! শেষমুহূর্তের ভোট প্রস্তুতিও তুঙ্গে। প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর থেকে ঘাসফুল শিবিরের তরফে আদা-জল খেয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন তারকারা। সায়নী ঘোষও বাদ যাননি সেই তালিকা থেকে। ভোটের মুখে এখন তাই বেজায় ব্যস্ত তিনি। নাওয়া-খাওয়ার সময় নেই একপ্রকার।

West Bengal Assembly Election 2021 tmc bjp Saayoni Ghosh
Advertisment