/indian-express-bangla/media/media_files/2025/09/09/saba-2025-09-09-15-55-31.jpg)
যা বলছেন সাবা...
হৃতিক রোশনের প্রেমিকা সাবা আজাদ আবারও আলোচনায়। বলিপাড়ার গ্রিক গডের সঙ্গে সম্পর্কে আসার পর থেকেই শিরোনামে ছিলেন তিনি। তবে, বর্তমানে প্রাক্তন সঙ্গী ইমাদ শাহকে নিয়ে মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, ইশাদের সঙ্গে সম্পর্ক ভাঙলেও তারা বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। বন্ধুরা পরামর্শ দিয়েছিল কিছুদিন দূরত্ব বজায় রাখার জন্য।
কিন্তু সাবা-ইমাদ একে অপরকে জীবনের পথে সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই সমীকরণ অনেকটা হৃতিক ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের বর্তমান সম্পর্কের মতো। হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবা বলেন, “আমি যতজনকে চিনি, ইমাদ তাদের মধ্যে সবচেয়ে ভদ্র আর শান্ত স্বভাবের মানুষ। আমি নিজে খুব আত্মবিশ্বাসী। আর ও আমাকে ভারসাম্য এনে দিত। প্রত্যেকের জীবনে এমন একজনকে দরকার যে প্রশান্তির শক্তি হয়ে পাশে থাকে।"
ইমাদও সাবার প্রশংসা করে বলেন, "ও খুবই বহুমুখী, আবেগের সঙ্গে গভীরভাবে যুক্ত। ওর ভেতরে একটা শিশুসুলভ স্বচ্ছতা আছে। কখনও মনে হয় যেন খুব সহজেই ও কার্টুন চরিত্র হয়ে উঠতে পারে। আমি ওর মধ্যে এক অনন্য প্রাণশক্তি দেখি।" বিচ্ছেদের পর তাদের সম্পর্কের পরিবর্তন প্রসঙ্গে ইমাদ বলেন, "সবকিছু খুব স্বাভাবিকভাবেই ঘটেছে। যখন আমরা আলাদা হচ্ছিলাম, তখন বন্ধুরা বলছিল কিছুদিন দূরে থাকা ভালো। কিন্তু আমরা বুঝেছিলাম যে এটা কোনো শেষ নয়, বরং সম্পর্কের নতুন ধাপ। রোমান্টিক অংশটা ধীরে ধীরে শেষ হয়েছে, তাই হৃদয়ভাঙা মুহূর্তের মতো মনে হয়নি।"
সাবা যোগ করেন, “এটা বদলে গিয়েছিল, কিন্তু কোনো ক্ষতি বলে মনে হয়নি। যখন কাউকে ভালোবাসো, সেই অনুভূতি একদিনে বন্ধ হয় না। হয়তো রোমান্টিক ভালোবাসা থেকে সেটা রূপ নেয় সুন্দর বন্ধুত্বে। আর সেই বন্ধুত্ব অনেক বেশি নিরাপদ, কারণ হারানোর ভয় নেই। প্রকৃত বন্ধুত্ব অনেক দীর্ঘস্থায়ী- এটা প্রায় পরিবারের মতো।”
সাবার কথায়, তারা একসঙ্গে বড় হয়েছেন এবং একসঙ্গে বার্ধক্যে পৌঁছাবেন। প্রথম দেখা হয়েছিল ‘দিল্লি বেলি’-র অডিশনের সময়, তবে সম্পর্ক গড়ে ওঠে সাবার নাটকের কাজের মাধ্যমে। পরবর্তীতে তারা একসঙ্গে একটি ব্যান্ড গড়েন এবং এখনও সঙ্গীত ও অভিনয়ে যুক্ত আছেন। সাবার ভাষায়, “আমার জীবনে ওকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। কী সঠিক বা গ্রহণযোগ্য, সে বিষয়ে সমাজের নিয়ম মেনে চলব না। আমরা জানি, আমরা আজীবন বন্ধু থাকব।”
সম্প্রতি সাবাকে দেখা গেছে প্রাইম ভিডিওর চলচ্চিত্র ‘Songs of Paradise’-এ। এর আগে তিনি ‘Rocket Boys’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন এবং এক দশকেরও বেশি আগে ইয়াশ রাজ ফিল্মসের বেশ কিছু প্রজেক্টে কাজ করেছিলেন।