Sabila Nur-Bangladesh Protest: 'এটাই তরুণ্যের জয়...', দেশ ছাড়লেন হাসিনা, আনন্দে ডগমগ সাবিলা নুর

Sabila Noor-Bangladesh: সেনা প্রধান জানিয়েছেন, সমস্ত হত্যার বিচার করা হবে। এবার শান্ত হন। হাসিনা পদত্যাগের পর যেন বিজয় উৎসব সেখানে। জোভানের পাশাপাশি সাবিলা নুর এ প্রজন্মের যুবকদের প্রশংসায় পঞ্চমুখ।

Sabila Noor-Bangladesh: সেনা প্রধান জানিয়েছেন, সমস্ত হত্যার বিচার করা হবে। এবার শান্ত হন। হাসিনা পদত্যাগের পর যেন বিজয় উৎসব সেখানে। জোভানের পাশাপাশি সাবিলা নুর এ প্রজন্মের যুবকদের প্রশংসায় পঞ্চমুখ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sabila Noor shared how she praised young zen G of Bangladesh

সাবিলা নুর কী বলছেন?

শুরু হয়েছিল ছাত্র আন্দোলন দিয়ে। শেষটা হল গণভবনের জিনিস তুলে নিয়ে। শেখ হাসিনা, পদত্যাগ করেছেন। দেশ ছেড়ে পালিয়ে রওনা দিয়েছেন ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে। সরব হয়েছেন তারকারা।

Advertisment

হাসিনা দেশ ছাড়তেই জোভান আওয়াজ তোলে, যা ঘটেছে সেটা প্রত্যেকটা লাশের বদদোয়া। ছাত্ররা একে একে শাহবাগ থেকে গণভবন অধিকার করে নেন। সেনা প্রধান জানিয়েছেন, সমস্ত হত্যার বিচার করা হবে। এবার শান্ত হন। হাসিনা পদত্যাগের পর যেন বিজয় উৎসব সেখানে। জোভানের পাশাপাশি সাবিলা নুর এ প্রজন্মের যুবকদের প্রশংসায় পঞ্চমুখ।

যারা শুধু ফোন এবং ইন্টারনেটে ব্যস্ত থাকে, তাঁরা দেশের ভবিষ্যত পাল্টে দিল এমনটা যেন ভাবা যায় না। সাবিলা সেইদিকেই উল্লেখ করেছেন। তিনি বলছেন, "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার... এই স্বাধীনতা তোমাদের… পুরোটাই তোমাদের। Gems of Gen-Z, তোমরা এই গল্পের নায়ক এবং নায়িকা... একেই বলে তরুণ্যের জয়।"

Advertisment

আরও পড়ুন - Bangladesh-Farhan Ahmd Jovan: ‘প্রত্যেকটা লাশের বদদোয়া…’, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই জোরালো আওয়াজ জোভানের

যদিও এর আগে মিছিলে নেমেছিলেন অনেকেই। বাঁধনের পাশাপাশি সাফা কবির, মোশাররফ করিম, মিথিলা দলে যোগ দিয়েছেন অনেকেই। কলম ধরেছিলেন অপূর্ব থেকে চঞ্চল চৌধুরী। আর আজ তাঁদের স্বাধীনতার নতুন আস্বাদ। গোটা দেশ যেন নেমে এসেছিলেন বাড়ির বাইরে।

Entertainment News