Sabitri Chatterjee: বিয়েবাড়িতে জোর থাপ্পড় খেলেন সাবিত্রী! 'থ' হয়ে গেলেন অভিনেত্রী...

অভিনেত্রীর আগে নয়জন বোন। তাই তিনি যখন ফের একবার মেয়ে হয়ে জন্ম নেন, কান্নাকাটির রোল পড়ে যায়। অভিনেত্রী বলেন, আমার জন্মের আগে অনেক দিদির বিয়ে হয়ে গিয়েছিল।

অভিনেত্রীর আগে নয়জন বোন। তাই তিনি যখন ফের একবার মেয়ে হয়ে জন্ম নেন, কান্নাকাটির রোল পড়ে যায়। অভিনেত্রী বলেন, আমার জন্মের আগে অনেক দিদির বিয়ে হয়ে গিয়েছিল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sabitri Chatterjee shared she Slapped from father tollywood news

sabitri chatterjee: কিন্তু কেন এমন হল তাঁর সঙ্গে?

সপাটে একবার চড় খেয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। কিন্তু কেন? অভিনেত্রী প্রকাশ্যেই সেই কথা শেয়ার করলেন। আর যার সামনে বললেন তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাগিরির মঞ্চে এসব বলেন তিনি।

Advertisment

সাবিত্রী চট্টোপাধ্যায় বাংলাদেশ থেকে এসে এখানে অনেক কষ্টে নিজের অভিনয় জীবন শুরু করেন। প্রথমে থিয়েটার, তারপর সিনেমা। সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁর জীবনের কথা বলতে গিয়ে বারবার বলেছেন এক কামড়ার একটা ঘরে সবাই মিলে থাকতেন। তারপর দাঁড়িয়েছেন অনেক কষ্ট করে। তবে, একবার বাবার কাছেই যা মার খেয়েছিলেন...

অভিনেত্রীর আগে নয়জন বোন। তাই তিনি যখন ফের একবার মেয়ে হয়ে জন্ম নেন, কান্নাকাটির রোল পড়ে যায়। অভিনেত্রী বলেন, আমার জন্মের আগে অনেক দিদির বিয়ে হয়ে গিয়েছিল। আমি একজনের বিয়ে দেখেছিলাম। কিন্তু সেদিন যা থাপ্পড় খেলাম বাবার কাছে! আজও ভুলিনি...

Advertisment

এটুকু শুনেই সৌরভ বললেন কেন? সাবিত্রীর কথায়, আমার দিদির বিয়ের দিন দেখলাম, যে ওকে দেখতে এসেছিল সে বিয়ে করতে আসেনি। আমি সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করছি, যে এটা কেন হল? এত জ্বালাতে শুরু করলাম সবাইকে, যে বাবা জোর একটা থাপ্পড় বসিয়ে দিলেন গালে। তারপর, বলে বসলেন, তোমার কী? যে বিয়ে করছে সে তো দেখেছে, তাহলেই হল!

সাবিত্রীর এই কথা শুনে হেসে খুন দাদা। সাবিত্রীর কথা শুনে দেবও আর হাসি ধরে রাখতে পারলেন না। কিন্তু, এরপরেও অভিনেত্রী নিজে বিয়ে করতে পারলেন না। বরং, তিনি এমন দাবি করেছেন কাউকে আজ অবধি একা পেলেন না, সবসময় যাকেই পছন্দ হল, সেই ডবল।

bollywood tollywood Entertainment News Sabitri Chatterjee