Sabyasachi-Mithu: ৩৯ বছরের সংসার মিঠুর সঙ্গে, এখনও কেন স্ত্রীর হাত ধরে ঘুরছেন সব্যসাচী, জানালেন নিজেই

Mithu Chakraborty: প্রভাত রায়ের জন্মদিনে সব্যসাচী-মিঠু দুজনে হাত ধরে আসেন। সব্যসাচী চক্রবর্তী সর্বদা মিঠুর হাত কেন শক্ত করে ধরে রখেন? সংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দেন পর্দার 'ফেলুদা'।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কেন স্ত্রীর হাত ধরে ঘুরছেন সব্যসাচী

কেন স্ত্রীর হাত ধরে ঘুরছেন সব্যসাচী

বলিউড থেকে টলিউডে যখন ভাঙনের সুর সেই সময় ৩৯ বছরের অটুট দামপ্ত্যের নজিরও রয়েছে ইন্ডাস্ট্রিতে। গত ৮ মার্চ ৩৯ তম বিবাহবার্ষিকী ছিল 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীর। ৩৯ বছরের সঙ্গীর হাত ধরে প্রভাত রায়ের জন্মদিন পার্টিতে এসেছিলেন তারকা দম্পতি। এই মুহূর্তে সব্যসাচী অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও লইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেকটই দূরে অভিনেতার স্ত্রী। কারণ তিনি ক্যানসার আক্রান্ত। তবে মনের জোর প্রবল। প্রভাত রায়ের জন্মদিন পার্টিতে সব্যসাচী-মিঠু এন্ট্রি নিতেই এগিয়ে আসেন চিত্রসাংবাদিকরা। তখনই সব্যসাচী জানালেন কেন তিনি সবসময় অর্ধাঙ্গিনীর হাত শক্ত করে ধরে রাখেন। 

Advertisment

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী দুজনেই জানান, এই মুহূর্তে হাত ধরাটা প্রয়োজনে। কারণ মিঠু ক্যানসার আক্রান্ত। আর ক্যানসারের চিকিৎসা চলাকালীন পেরিফেরাল নিউরপ্যাথি হয়। যার জেরে হাত-পায়ের পেশীগুলোর জোর কমে আসে। হোঁচট খাওয়ার প্রবল সম্ভবনা থাকে। সেই জন্যই স্ত্রীকে সর্বদা আগলে রাখছেন সব্যসাচী। মিঠুও মজা করে বলেন, যখনই কোনও সমস্যা হয় তখনই সব্যসাচী তাঁর হাতটা শক্ত করে ধরে নেন। টলিপাড়ার পাওয়ার কাপল  সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর সুখী দাম্পত্য দেখে ভক্তরা অভিনেত্রীর সুস্থতা কামনা করছেন। ক্যানসার আক্রান্ত হলেও মনের জোর প্রবল। সম্প্রতি গৌরবের জন্মদিনে পরিবারের সঙ্গে গোয়ায় ছুটি কাটিয়ে ফিরেছেন মিঠু। 

Advertisment

শারীরিক অসুস্থতার কারণে স্টার জলসার 'হর গৌরী পাইস হোটেল' ধারাবাহিক মাঝপথেই ছেড়ে দিতে হয়। 'শঙ্কর'-এর মা 'মহেশ্বরী'র চরিত্রে অভিনয় করছিলেন মিঠু চক্রবর্তী। 'হর গৌরী পাইস হোটেল' ধারাবাহিকের শেষ দিনের সেলিব্রেশনে হাজির ছিলেন তিনি। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই সকলে উচ্ছসিত হয়ে ওঠেন। চেনা ছন্দে গাড়ি চালিয়েই স্টুডিওপাড়ায় এসেছিলেন মিঠু। অসুস্থাকে সঙ্গী করে মোটেই বাঁচতে চান না অভিনেত্রী। বরং তাঁর কথায়, সম্পূর্ণ সুস্থ আছেন। মার্চের মাঝামাঝি কাজে ফেরারও ইচ্ছেপ্রকাশ করেছিলেন সব্যসাচী ঘরণী মিঠু চক্রবর্তী। 

Sabyasachi Chakraborty Mithu Chakraborty