Advertisment
Presenting Partner
Desktop GIF

'নিজের হাতে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ঐন্দ্রিলাকে বাড়ি ফেরাব', অঙ্গীকার সব্যসাচীর

ঐন্দ্রিলা শর্মার শারীরিক পরিস্থিতি নিয়ে কী বললেন সব্যসাচী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aindrila sharma health status, actress health update, Aindrila Sharma, Sabyasachi Chowdhury, Sabyasachi Aindrila, Aindrila Sharma health update, Aindrila Sharma mother, ঐন্দ্রিলা শর্মা, ঐন্দ্রিলা শর্মার মা, সব্যসাচী চৌধুরি, ঐন্দ্রিলা সব্যসাচী, টলিউডের খবর, bengali news today

ঐন্দ্রিলা শর্মার শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সব্যসাচী চৌধুরি

আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ঐন্দ্রিলা শর্মা। রয়েছেন ভেন্টিলেশনে। তারপর কেটে গিয়েছে ৭২ ঘণ্টা। দু-বার ক্যানসারকে হারিয়ে যুদ্ধজয় করেছেন। আর এই যুদ্ধে পাশে পেয়েছেন বন্ধু প্রেমিক সব্যসাচী চৌধুরিকে। অভিনেত্রীর সঙ্গে তিনিও লড়ে যাচ্ছেন সমানে।

Advertisment

ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে একবারও মুখ খোলেননি সব্যসাচী। তবে শুক্রবার অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বললেন তিনি। 'বামাক্ষ্যাপা' অভিনেতা দৃঢ় অঙ্গীকার, "নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।"

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ঐন্দ্রিলার মা শিখা শর্মা মেয়ের শারীরিক পরিস্থিতির পাশাপাশি পুত্র-সম সব্যসাচী চৌধুরিকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। জানান, 'ছেলেটা তিন দিন ধরে ঠায় হাসপাতালের এক কোণায় বসে রয়েছে। কারও সঙ্গে বিশেষ কথা বলছে না। খাবার খাওয়ার কথা বললে কিংবা সুবিধে-অসুবিধে খোঁজ নিলে খালি বলছে, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি ঠিক আছি..।'

<আরও পড়ুন: ‘সবাই প্রার্থনা করুন, মেয়েটা যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে..’, দুঃশ্চিন্তায় ঐন্দ্রিলার মা>

চোখে জল অনুরাগীদেরও। সকলেই প্রার্থনা করে চলেছেন, "ঐন্দ্রিলা যেন সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরে আসেন।" এবার নিজে হাতে তাঁকে বাড়ি ফেরানোর অঙ্গীকার করলেন সব্যসাচী। তবে পাশাপাশি ভুয়ো খবরে ততোধিক বিরক্ত তিনি। সাফ বললেন, "ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল।"

কেমন আছেন ঐন্দ্রিলা? এখনও আশঙ্কাজনক। অস্ত্রোপচারের পর নিউরো আইসিইউতে রাখা হয়েছে। রক্তচাপ কম। এখনও বিপন্মুক্ত নন অভিনেত্রী।

Sabyasachi Chowdhury Aindrila Sharma tollywood Entertainment News
Advertisment