একজন বাঙালি, তাঁকে দিয়েই রচিত হল ইতিহাস। দেশের মাটিতে নিজের সৃষ্টি দিয়ে সবসময় মন জয় করেছেন তিনি। আর এবার বিদেশের মাটিতেও নজির গড়লেন।
Advertisment
তিনি সব্যসাচী মুখোপাধ্যায়। শুরুটা হয়েছিল কাকিনারা থেকে। সেখান থেকেই কলকাতা তারপর, মুম্বাই দিল্লি, এবং দেশ বিদেশের নানা স্থানে। তাঁর স্রসটি করা পোশাক পড়েই বলিউডের তারকারা বিয়ের পিঁড়ি থেকে বিদেশের নানা মঞ্চে হাজির হন।
আজ সকাল থেকেই সব্যসাচী আলোচনায়। কারণ, আলীয়া ভাটের নতুন ফ্লরাল রত্ন-খচিত শাড়ি। তাঁর সঙ্গে গয়না তো রইলই। আলিয়া যেন ভারতীয় এক রাজকন্যা। তাঁর পোশাক বানাতে সময় লেগেছে প্রায় ১৯৬৫ ঘণ্টা। আলিয়া নিজেও সব্যকে প্রসংশায় ভরিয়েছেন অভিনেত্রী। আর এবার ডিজাইনার নিজেই ইতিহাস তৈরি করলেন।
সব্যসাচী-ই প্রথম কোনও ভারতীয় ডিজাইনার যিনি মেট-গালার রেড কার্পেটে হাঁটলেন। ভারতীয় পোশাক, র্টস এবং ক্র্যাফটসকে এক অন্য জায়গায় পৌঁছে দিলেন তিনি। নিজের পোশাকেও রাখলেন অভিনব কিছু ছোঁয়া।
লাক্সারি ফেব্রিকেই নিজের কোট বানালেন তিনি। সঙ্গে বেশ কিছু বিশেষ রত্নের মালা। কটন ফেব্রিক তাঁর বেশি পছন্দ। সঙ্গে তাঁর পোশাকের সঙ্গে ম্যাচ করে পড়লেন সানগ্লাস। একজন বাঙালি তাও এতবড় সাফল্য… নিজের লুক শেয়ার করে ডিজাইনার লিখছেন…
"যান্ত্রিকীকরণ,আধুনিকীকরণ এবং অভিন্নতার দৌড়ঝাঁপ এগিয়ে আসছে। সেখানে ঐতিহ্য ও বৈচিত্র্যের মূর্ত প্রতীক নৈপুণ্যই সংস্কৃতিকে সময়ের ব্যবধান থেকে রক্ষা করবে।"