যেন মাছের তেলেই মাছ ভাজা! আপনি কী মনে করেন, কী ঘটতে পারে গড আর গডফাদার মুখোমুখি এলে? নেটফ্লিক্স তার নিজের পরবর্তী প্রজেক্ট নারকোস: মেক্সিকানের প্রচারে বিজ্ঞাপন তৈরি করেছে বেশ মাথা খাটিয়ে। একটি বিজ্ঞাপনী ভিডিওতে গণেশ গাইতোন্ডে (নওয়াজউদ্দিন সিদ্দিকী) সঙ্গে দেখা হল ফেলিক্স গালার্ড্রোর (দিয়েগো লুনা)। মেক্সিকোয় সাফল্যের সঙ্গে ড্রাগচক্র চালাচ্ছেন ফেলিক্স। নারকোস: মেক্সিকো এই নিয়ে নারকোস মেক্সিকোর চার নম্বর সিরিজ।
গণেশ আলোচনা করছেন দিয়েগো অর্থাৎ ফেলিক্স ব্যবসা চালাচ্ছে ঠিকই কিন্তু রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে গাইতোন্ডের। যখন গাইতোন্ডে দেখল ফেলিক্স ঘরভর্তি লোকের সামনে বক্তৃতা দিচ্ছেন তখন তিনি বলে ওঠেন, ''অব লাগ রাহা হ্যায় শক্তিশালী। বসের ও বস লাগছে''। ঘর থেকে বেরোতে বেরোতে গণেশ বলেন, ''নজর রাখ ইসপে। জিস দিন ভগবান অউর গডফাদার নে হাত মিলা লিয়া না, ত্রিবেদী ভি নহি বচেগা''।
আরও পড়ুন, বিনয়-বাদল-দীনেশকে নিয়ে টলিউডে যুদ্ধ দামামা, কান্ডারি তিন পরিচালক
যদিও নারকোসের প্রচারের জন্য সেক্রেড গেমসের সঙ্গে এই বিজ্ঞাপন তৈরি। তবুও একবার ভাবুন তো যদি সত্যিই দুটো মিলে যায়? সেক্রেড গেমসর দ্বিতীয় পার্ট সামনেই মুক্তি পাচ্ছে আর নারকোসের চতুর্থ সিজন নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। কলম্বিয়াতে তিনটে সিজন কাটিয়ে এবার আন্তর্জাতিক ড্রাগ ট্রাফিকিং ড্রামা মেক্সিকো নির্ভর। মেক্সিকোর গুয়াদালাজারা গোষ্ঠীর উত্থান ও কলম্বিয়ান গোষ্ঠীর সঙ্গে বিবাদ নিয়েই চতুর্থ সিজন নারকোস: মেক্সিকো। তাই এই দুটোকেই ব্যবহার করে দুইয়ের প্রচার একবারে সারল নেটফ্লিক্স। মানতেই হবে এলেম আছে।
Read the full story in English