পুজোয় 'সত্যান্বেষী ব্যোমকেশ' মুক্তির পর প্রকাশ্যে আসছে সায়ন্তন-পরমব্রত জুটির পরের ছবি 'সাগরদ্বীপে যকেরধন'। আগামী ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে এই অ্যাডভেঞ্চার সিরিজে দ্বিতীয় ছবি। এদিন মুক্তি পেল ছবির মোশন পোস্টার। হেমেন্দ্র কুমার রায়ের গল্পের বিমল ও কুমারকে নিয়েই এগোবে ছবি।
টলিউডের রহস্য রোমাঞ্চে ভরা ছবি বানানোর জন্য খ্যাতি রয়েছে সায়ন্তনের। তাঁরই ডেবিউ ছবির ছিল ‘যকের ধন’, সাড়া ফেলে দেওয়া সেই ছবিরই সিক্যুয়েল ‘সাগরদ্বীপে যকের ধন’। সায়ন্তনের ছবি ‘আলিনগরের গোলকধাঁধা’-ও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। অ্যাডভেঞ্চার ছবি তৈরি করতে ভালবাসেন পরিচালক।
আরও পড়ুন, ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড, শিল্পীদের সম্মানে দুই বাংলার সম্প্রীতি
ছবিতে বিমল পরমব্রত চট্টোপাধ্যায়। কুমারের চরিত্রে রাহুলের পরিবর্তে ছবিতে এসেছে গৌরব চক্রবর্তী। কোয়েল এই ছবি ডাক্তারের ভূমিকায়, কিন্তু অজান্তেই সে অংশ হয়ে পড়ে বিমল ও কুমারের অ্যাডভেঞ্চারের।
মোশন পোস্টারে আঁচ পাওয়া যাচ্ছে এডিট ও ভিএফএক্সে দর্শকদের চমকে দিতে চলেছেন পরিচালক। ছবির ভিস্যুয়াল এফেক্টের কাজ শেষ করতেই প্রায় পাঁচ-ছ মাস লেগে গিয়েছে। ‘সাগরদ্বীপে যকের ধন’-এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। সঙ্গীতের দায়িত্ব রয়েছে মিমোরই কাঁধে।
সিকিম, থাইল্যান্ড এবং কলকাতার শুটিং হয়েছে এই ছবির। থাইল্যান্ডে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পরিচালক আগে বলেছিলেন, “অভিজ্ঞতাটা আউটস্ট্যান্ডিং! যেসব জায়গায় সাধারণত পর্যটকরা যান না, সেরকম লোকেশনে শুট করেছি থাইল্যান্ডে। প্রাণ নিয়ে কলকাতায় ফিরেছি প্রত্যেকে, এটাই অনেক। জলের নীচে শুটিং হয়েছে, কিছু স্টান্টও রয়েছে।”