তাঁর এখন বর্তমান পরিচয় তিনি পরিচালক নীতিশ তিওয়ারির রামায়ণে সীতার ভূমিকায় অভিনয় করছেন। আর অভিনেত্রী সাই পল্লবী এমনিও তাঁর অভিনয়ের পাশাপাশি তাঁর মেকাপ হীন লুকসের জন্য বিখ্যাত।
তিনি এমন কিছু বলেছেন যাতে ফের একবার আলোচনার সম্মুখে পড়েছেন তিনি। কেন? কারণ, বেশ পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে তাঁর। প্রায় বছর ২ পুরোনো এই ভিডিওটি দেখে পার্শ্ববর্তী দেশ এবং নানা প্রান্ত থেকে অনেক অভিযোগ এসেছে। তিনি বলেছিলেন, নানা দিকে দৃষ্টিভঙ্গি ভিন্ন আকার নেয়।
সমাজ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি তেলেগু ভাষায় কিছু বলছেন। যার তর্জমা করলে দাঁড়ায়, পাকিস্তানের কাছে ভারতের সেনাবাহিনী হল জঙ্গি গোষ্ঠী। অন্যদিকে, দেখা যাবে ভারতের মানুষের কাছেই সেটা উল্টো। কারণ, দেশ বিভেদে সেটা হবেই। তাই, আমি না ভায়োলেন্স বিষয়টা আর বুঝি না। আর অভিনেত্রীর এই পুরোনো মন্তব্য ঘিরেই তোলপাড়।
সেই ভিডিও ভাইরাল হতেই রামায়ণের সীতা ঠিক কী কী কথা শুনলেন? কেউ বলেন, ভারত কি এমন কিছু করেছে যে তাঁকে নিয়ে এমন ভাবনার কোনও কারণ আছে? আবার কেউ প্রশ্ন করলেন, ভারতীয় সেনা সবসময় পাকিস্তান ও চায়নার থেকে সবকিছু গার্ড দিয়ে এসেছে। তাহলে? এরপরেও ভারতের সেনা সন্ত্রাসবাদী?
অন্যদিকে, কেউ কেউ তাঁকে কমিউনিস্ট হিসেবে ধিক্কার জানিয়ে এও বললেন, অবাক লাগছে এই ভেবে যে এই মহিলা যে কিনা ভারতের সেনাবাহিনীকে নিয়ে এমন মন্তব্য করছেন, তিনি সীতার ভূমিকায় অভিনয় করছেন।