Saif Ali Khan: 'রাতে বিশ্রাম পেয়েছেন?' প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা সইফের, কোন ভুলে আক্ষেপ হচ্ছে নবাবের?

Saif Ali Khan with PM: প্রধানমন্ত্রী। তাঁর মনের সুপ্ত ইচ্ছের কথা তিনি জানালেন নবাব সাহেবকে। সইফ এক সাক্ষাৎকারে জানান, উনার এই ইচ্ছের কথা আমি জানতাম না।

Saif Ali Khan with PM: প্রধানমন্ত্রী। তাঁর মনের সুপ্ত ইচ্ছের কথা তিনি জানালেন নবাব সাহেবকে। সইফ এক সাক্ষাৎকারে জানান, উনার এই ইচ্ছের কথা আমি জানতাম না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kareena kapoor- narendra modi

Kapoors' with PM: সইফের কাছে কোন ইচ্ছের কথা জানালেন নরেন্দ্র মোদী?

কিছুদিন আগেই দিল্লিতে হাজির হয়েছিল গোটা কাপুর খানদান। কারণ ছিল কিংবদন্তি পরিচালক এবং অভিনেতা প্রযোজক রাজ কাপুরের ১০০তম জন্মদিন। সেখানে গিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়। দ্যা গ্রেটেস্ট শোম্যানকে নিয়ে কথপোকথন হয়।

Advertisment

রাজ কাপুরের পরিবারের সঙ্গে সেখানে যোগ দিয়েছিলেন বাড়ির জামাই এবং পুত্রবধূও। আলিয়া এবং সইফ আলী খান সুযোগ পেয়েছিলেন এই নির্দিষ্ট দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার। যে কারণে নিজেকে দারুণ ভাগ্যবান বলে মনে করছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে যখন তাঁর দেখা হয় তখন যেমন তিনি বেশ কিছু প্রশ্ন করেন, তেমনই মোদি সাহেবের একটি বাসনার কথা জানতেও পারেন তিনি।

সইফ যে এতবড় ভুল করবেন যেন ভাবতেই পারেননি প্রধানমন্ত্রী। তাঁর মনের সুপ্ত ইচ্ছের কথা তিনি জানালেন নবাব সাহেবকে। সইফ জানান, উনার এই ইচ্ছের কথা আমি জানতাম না। আসলে, সইফ যখন বলে বসেন যে আপনিই সেই প্রধানমন্ত্রী যার সঙ্গে আমি প্রথম দেখা করলাম। তখনই নরেন্দ্র মোদি বলে বসেন...

Advertisment

"তাহলে বলি একটা  কথা। আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি আজকে আপনার সঙ্গে দেখা করে নিলাম। কিন্তু, ভেবেছিলাম আপনি হয়তো ছেলেকে আনতে পারবেন। তিন প্রজন্মের সঙ্গে দেখা হবে এটাই ভেবেছিলাম। কিন্তু যাই হোক ওরা এল না।" যদিও সইফ এবং করিনা জানান যে তাঁরা ছেলেদের সঙ্গে করে আনতে চেয়েছিল। কিন্তু আজ আক্ষেপ হচ্ছে যে কেন নিয়ে এলেন না।

এখানেই শেষ না। যেদিন গোটা কাপুর পরিবারের তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর আগের দিন যথেষ্ট ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। রাত্রে ঠিক করে বিশ্রাম পর্যন্ত নিয়ে পারেননি তিনি। সেকারণেই অভিনেতা তাঁকে জিজ্ঞেস করেন আপনি এত কাজ করছেন, দেশ চালাচ্ছেন, গতকাল রাতে আপনি বিশ্রাম পেয়েছেন? উত্তরে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ! তিনঘন্টা।

পার্লামেন্টের পরের দিনই তিনি যখন এত ক্লান্ত থাকার পরেও বেশ হাসিখুশি থাকতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, যে আতিথেয়তার সঙ্গে তিনি কাপুরদের সঙ্গে দেখা করেন, তাতে মুগ্ধ বেশিরভাগ।

narendra modi saif ali khan Kareena Kapoor