Advertisment

Saif Ali Khan Attacked: আচমকা বাড়িতে ঢুকে সইফকে ছুরির কোপ, হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার! আটক ৩

Actor Saif Ali Khan Attacked: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পতৌদি ম্যানসনে ঢুকে সইফের উপর হামলা চালায়। দুই থেকে তিনবার ছুরিকাঘাত। হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচার হয় অভিনেতার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
পঞ্চাশে পা দিলেন সইফ আলি খান, রইল পুরোনো দিনের অ্যালবাম

Saif Ali Khan Attacked

Saif Ali Khan Attacked News: বছরের শুরুতেই পতৌদি পরিবারে বিরাট হামলা। বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির ভিতর ছোটে নবাব সইফ আলি খানের উপর হামলা করা হয়েছে। কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বান্দ্রায় পতৌদি ম্যানসনে ঢুকে অভিনেতাকে দুই থেকে তিনবার ছুরিকাঘাত করেছে। অভিনেতার টিমের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে। 

Advertisment

এই মুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ আলি খান। পুলিশ সূত্রের খবর, কোনও এক ব্যক্তি আচমকাই সইফের বাড়িতে ঢুকে পরে। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। সেই সময় বাড়িতে পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযুক্তকে আটক করতে ইতিমধ্যেই তৎপর মুম্বই পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পিতবার মুম্বই পুলিশ সইফের বাড়ির তিনজন যাঁরা সেই সময় কর্মরত ছিলেন তাঁদেরকে আটক করেছে। কারন ওই তিনজন হামলার সময় অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

মুম্বই পুলিশ কমিশনার Dixit Gedam আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানিয়েছেন,  'সইফ আলি খানের বাড়িতে এক ব্যক্তি আচমকা প্রবেশ করেন। সইফ তাঁকে বাধা দিতে যান। সেই সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। সেই সময়ই তিনি গুরুতর আহত হন। ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।'

Advertisment

অন্যদিকে অভিনেতা ও করিনা কাপুর খান দুজনের টিমের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে ভক্ত ও সংবাদমাধ্যমের উদ্দেশে একটু অপেক্ষা করার আর্জি জানানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে সইফের টিমের তরফে বলা হয়েছে,  'মিস্টার সইফ আলি খানের বাড়িতে আচমকা হামলা হয়। এই মুহূর্তে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অস্ত্রোপচার করা হচ্ছে। সংবাদমাধ্যম ও ভক্তরা একটু ধৈর্য ধরুন। এটা পুলিশ কেস। আমরা পরবর্তী পরিস্থিতির আপডেট দেব। পরিবারের বাকি সদস্যরা নিরাপদ রয়েছেন।'

লীলাবতী হাসপাতালের চিফ অপারেশন অফিসার ডাঃ নীরজ উত্তামানি বলেন, 'সাড়ে তিনটে নাগাদ সইফকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় ওঁর শরীরে ছটা আঘাতের চিহ্ন ছিল। তার মধ্যে দুটো ক্ষত বেশ গভীর। শিরদাঁড়ার কাছে একটা আঘাত রয়েছে। অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকের একটি দল সইফের অস্ত্রোপচারের দায়িত্বে রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন নিউরোসার্জন চিকিৎসক নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন চিকিৎসক লীনা জেইন ও অ্যানাস্থেশিওলজিস্ট চিকিৎসক নিশা গান্ধী।'

bollywood movie saif ali khan Bollywood News Bollywood Actor
Advertisment