Advertisment

Saif Ali Khan: ন্যক্কারজনক! ভারতে সংখ্যালঘু নির্যাতনের শিকার সইফ আলি খান? দেশে বিদেশে প্রতিবাদের ডাক বাংলাদেশীদের...

Saif Ali Khan: এখন তিনি ভাল আছেন। তাঁর টিমের তরফ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে রিকোভার করছেন সইফ। কিন্তু এই খবর জানার পর পদ্মাপাড়ের মানুষদের কী প্রতিক্রিয়া?

author-image
Anurupa Chakraborty
New Update
saif ali khan

Saif Ali Khan: বাংলাদেশীরা কী বলছেন সইফকে নিয়ে?

Bangladesh Reaction on Saif ali Khan: সকাল হতেই এল খারাপ খবর। সইফ আলী খান নাকি ছুরিকাঘাতে আহত হয়েছেন। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং অভিনেতা নানা অপারেশনের পর এখন ভাল আছেন। জানা যাচ্ছে নিজের পরিবারকে বাঁচাতে সইফ এতবড় এক বিপদের মধ্যে দিয়ে গিয়েছেন। ছোট ছেলের ঘরে ঢুকতে যাচ্ছিলেন হামলাকারী। তারপরেই তাঁদের ওপর হামলে পড়েন সইফ।

Advertisment

কিছুক্ষন আগেই করিনা কাপুর পৌঁছেছেন তাঁর পাশে থাকার জন্য। বেলার দিকে তাঁর ছেলে মেয়ে গিয়েছিলেন। সারা এবং ইব্রাহিম অত্যন্ত চিন্তিত অবস্থায় লীলাবতী হাসপাতালে প্রবেশ করেন। জানা গিয়েছিল শাহরুখ খান নিজেও যাচ্ছেন সইফকে দেখতে। কিন্তু এখন তিনি ভাল আছেন। তাঁর টিমের তরফ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে রিকোভার করছেন সইফ। কিন্তু এই খবর জানার পর পদ্মাপাড়ের মানুষদের কী প্রতিক্রিয়া।

দুই দেশের মধ্যে রাজনৈতিক গন্ডগোল থাকলেও দুই পাড়ের খবরই কিন্তু পরস্পরের কাছে সমান জনপ্রিয়। তাই, সইফ আলি খানের খবর জানতেই তাঁরা মন্তব্য এবং প্রতিক্রিয়ার পাশাপাশি বেশ কিছু প্রশ্ন রেখেছেন। এমনকি টেনে এনেছেন সংখ্যালঘু প্রসঙ্গ। কিছুদিন ধরেই সলমন খানের ওপর লরেন্স বিষ্ণই গ্যাংয়ের হুমকি বাড়ছে। যে কারণে ভাইজানের বাড়ি বুলেট গ্লাসে মোড়া হয়েছে। কিছুদিন আগেই বাবা সিদ্দিকীর মৃত্যু বেশ প্রশ্ন উস্কে দিয়েছে যে ভাইজানের সঙ্গ কি তবে ভারী পড়ছে কিছুজনের জন্য। আর বাংলদেশের মানুষদের জন্য এই ঘটনা ফের একবার সাম্প্রদায়িক সমস্যা।

তাঁরা সমাজ মাধ্যমে লিখছেন, "সেলিব্রেটির এই অবস্থা হলে সংখ্যালঘুর কি অবস্থা?" কেউ বললেন, "যতদূর জানি তিনি যেই অ্যাপার্টমেন্টে থাকে সেইটা অনেক সুরক্ষিত অনেক নিরাপদ।  ভেঙে যদি কেউ তাকে ছুরিকা আঘাত করে তাহলে এখানে অন্য বিষয় কাজ করছে।" আবার কেউ প্রশ্ন করছেন, "ভারতে সেলিব্রেটি সংখ্যালঘুদের নিরাপত্তার এই অবস্থা হলে সাধারণ সংখ্যালঘুদের অবস্থা কতটা ভয়াবহ এটাতো কল্পনাই করা যায় না।" কারওর কথায়, "সংখ্যালঘু নির্যাতনে ভারত শীর্ষে।" কেউ তো আবার বলেই দিলেন, "এরজন্য মোদি সরকার আর rss কে চরম মূল্য দিতে হবে। সংখ্যালঘুদের নির্বিচারে শেষ করে দেওয়ার চেষ্টা এগুলো।"

Advertisment

সমাজ মাধ্যমে নজর রাখলেই দেখা যাবে, তাঁদের বেশিরভাগের আশঙ্কা এদেশে নাকি সংখ্যালঘুদের সঙ্গে অত্যাচার করা হয়। এমনকি, একথাও তাঁরা বার বার উল্লেখ করেছেন যে লরেন্স গ্যাং শুধু ইসলাম ধর্মাবলম্বীদের কেন টার্গেট করেন? আবার কারওর কথায়, ঠিক কোন কারণে তিনি রোষানলে যে তাঁকে এভাবে অ্যাটাক করা হবে? তাঁরা প্রতিবাদ করে বলেছেন, "সংখ্যালঘু নির্যাতন। এরজন্য দেশ বিদেশে প্রতিবাদ হোক।"

Bangladesh bollywood saif ali khan Bollywood Actor Bangladeshi
Advertisment