New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/17/tzo5aOKa93l0coMXyeMg.jpg)
জুতো চুরি, বারবার পোশাক বদল,সইফকে হামলার পর হেডফোন কেনা
জুতো চুরি, বারবার পোশাক বদল,সইফকে হামলার পর হেডফোন কেনা
Saif Ali Khan Attack News Update: ১৬ জানুয়ারি মধ্যরাতে নিজের বাড়িতেই মারাত্মক জখম হন সইফ আলি খান। দুষ্কতী সইফকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। অস্ত্রোপচারের পর সইফের পিঠে গেঁথে থাকা আড়াই ইঞ্চি ছুরি বের করা হয়। হাড়হিম করা এই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৫০ ঘণ্টা। এখনও পর্যন্ত হামলাকারী অধরা। শুক্রবার এক ব্যক্তিকে পুলিশি ভুলবশত হেফাজতে নেয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। চিরুনি তল্লাশির পরও এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে হামলাকারী একটি দোকানে ঢুকে হেডফোন কিনছে। এর আগে আরও দুটি নতুন সিসিটিভি ফুটেজ পেয়েছে বান্দ্রা পুলিশ। একটিতে দেখা যাচ্ছে, সৎগুরু বিলিডিংয়ে প্রথমে হলুদ টি-শার্ট, হামলা করার সময় কালো টি-শার্ট পরেছে হামলাকারী। বান্দ্রার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সময় দেখা যায় লাকি রেস্তোরাঁর সামনে হালকা নীল টি-শার্টে রয়েছে সইফের হামলাকারী। পুলিশের অনুমান নিজের পরিচয় গোপন করতে বা নিজেকে বাঁচাতেই সম্ভবত বারবার জামা পরিবর্তন করেছিল হামলাকারী।
Mumbai, Maharashtra: Officers from the Crime Branch visited the Kabutarkhana area in Dadar and collected CCTV footage from a mobile shop named "Iqra" from where he purchased headphones after attacking actor Saif Ali Khan pic.twitter.com/ILxBjsD7eZ
— IANS (@ians_india) January 18, 2025
নতুন ফুটেজে ধরা পড়ল আরও চাঞ্চল্যকর তথ্য। IANS-এর তরফে একটি ফুটেজ শেয়ার করা হয়েছে। যেখানে সইফকে ছুরিকাঘাতের পর দাদার রেলওয়ে স্টেশনের সামনে একটি দোকান থেকে হেডফোন কিনছে অভিযুক্ত। সেই সময় ঘড়ির কাঁটায় সকাল ন'টা। রাত আড়াইটে নাগাদ পতৌদি প্যালেসে হামলা চালিয়ে সকালে অবলীলাক্রমে ঘুরে বেরিয়েছে হামলাকারী! IANS-এর তরফে আরও একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে হামলাকারীকে ভারসোভার একটি বাড়ি থেকে জুতো চুরি করতে দেখা যাচ্ছে। সাদা শার্ট পরে ছিল অভিযুক্ত। একটি সু-ব়্যাক থেকে জুতো চুরির মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
Mumbai, Maharashtra: A CCTV footage of a suspect in the Actor Saif Ali Khan case from January 12 in Versova has been found, but no footage is available from his house pic.twitter.com/aSWSNNO3Sz
— IANS (@ians_india) January 18, 2025
পুলিশ ওই দোকানে গিয়ে হামলাকারীর বিষয়ে অথ্য সংগ্রহ করতে যায়। কিন্তু, দোকানের মালিক পুলিশকে কোনও সাহায্য করতে পানেনি। ইতিমধ্যেই বান্দ্রা পুলিশ সইফ পত্নী করিনার বয়ান রেকর্ড করেছে। সেখানে বেবো জানিয়েছেন, 'রাত একটা নাগাদ আমি বাড়ি ফিরেছিলাম। করিশ্মা আর রেহার সঙ্গে বাইরে ছিলাম। রেহার গাড়িচালকই আমাকে বাড়ি ছেড়ে দিয়ে যান। বাড়ি এসে যখন ঘুমাচ্ছিলাম তখনই চিৎকার শুনে আমি ১২ তলায় আসি। এসে দেখি সইফ ছেলে আর ন্যানিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। তখনই হামলাকারী এলোপাথাড়ি ছুরি মারে। '
করিনার সংযোজন, 'সইফ ওই পরিস্থিতিতে মহিলাদের আর বাচ্চাদের ১৩ তলায় পাঠিয়ে দেন। জেহ-কে হামলাকারী ছুতে পারেনি। ইব্রাহিম ওই বিল্ডিংয়ের আট তলায় ছিলেন। এই পুরো ঘটনায় আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আর তৈমুর-জেহ তো এখনও ভয়ে কাঁপছে। আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে করিশ্মা এসে আমাকে ওঁর বাড়ি নিয়ে যায়। তাই সইফের সঙ্গে হাসপাতালে যেতে পারিনি।'