/indian-express-bangla/media/media_files/2025/01/23/YgVjtqhkj2QgbqEyABAx.jpg)
সইফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ভজন, তাঁকে কত টাকা দেবেন মিকা? Photograph: (ফাইল চিত্র )
Saif Ali Khan Auto Driver: বলিউড অভিনেতা সইফ আলি খানকে দ্রুত ও নিরাপদে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অটোরিকশা চালক ভজন সিংকে এক লাখ রুপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন গায়ক মিকা সিং ( Mika Singh )। সূত্রের খবর, ইতিমধ্যেই অটোচালককে ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন সইফ। মিকা অবশ্য সোশ্যাল মিডিয়ায় পুরস্কারের বিষয়ে একটি প্রতিবেদন পুনরায় পোস্ট করেছেন এবং সইফকে এই অর্থের পরিমাণ বাড়িয়ে ১১ লক্ষ টাকা করার আহ্বান জানিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মিকা লেখেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারতের প্রিয় সুপারস্টারকে বাঁচানোর জন্য অন্তত ১১ লক্ষ টাকা পুরস্কার তার প্রাপ্য। তার বীরত্বপূর্ণ কাজ সত্যিই প্রশংসনীয়। যদি সম্ভব হয় তবে আপনি দয়া করে আমার সাথে তার যোগাযোগের তথ্য ভাগ করতে পারেন? প্রশংসার নিদর্শন হিসেবে আমি তাকে এক লাখ পুরস্কার দিতে চাই।"
অন্য একটি ইনস্টাগ্রাম স্টোরিতে মিকা সইফের ( Saif Ali Khan ) ৫০ হাজার পুরস্কারের কথা উল্লেখ করে তা বাড়ানোর আহ্বান জানান। তিনি লেখেন, "সইফ ভাই একে ১১ লক্ষ টাকা পুরস্কার দিন। তিনিই আসল নায়ক। মুম্বই অটোওয়ালা জিন্দাবাদ।" তবে গাড়ির চালক ভজন সিং রানা, তাকে ৫০ হাজার পারিশ্রমিক দিয়েছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুন - Saif Ali Khan: 'উনি গোপন রাখতে বলেছেন..', রক্তাক্ত সইফকে হাসপাতালে পৌঁছেই লক্ষ লক্ষ টাকার মালিক সেই অটোচালক?
এর আগে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সইফের সঙ্গে কথোপকথনের বর্ণনা দিয়ে ভজন সিংয়ের একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছিল। অটোচালক প্রকাশ করেছিলেন যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন সইফ ব্যক্তিগতভাবে তাকে ফোন করেছিলেন এবং তার সাথে দেখা করার অনুরোধ করেছিলেন। সাক্ষাৎকালে তাঁকে শুভেচ্ছা জানান সইফের মা শর্মিলা ঠাকুর ও সন্তানরা। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে তাঁকে। সইফ তার সঙ্গে ছবিও তোলেন এবং যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, "তোমার কিছু লাগলে আমাকে জানিও।"