Advertisment

Saif Ali Khan: ছুরিকাঘাতের পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি, শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সইফ

Saif First Public Appearence: হামলার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি। নিজের হেলথ আপডেট নিয়ে কী বললেন পতৌদি নবাব?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saif security 1

ছুরিকাঘাতের পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি

Saif At Event Of Jewel Thief: ১৫ জানুয়ারি বুধবার গভীর রাত, সইফ-করিনার ফ্ল্যাটে দুষ্কৃতী হামলায় তোলপাড় মুম্বই। পরিবারকে বাঁচাতে পতৌদি নবাব সইফ আলি খান  নিজেই হয়ে উঠেছিলেন রিয়েল লাইফ এজেন্ট বিনোদ। ছ'বার ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। দুটি অস্ত্রোপচারের পর  ২১ জানুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সইফ।

Advertisment

অভিনেতা কেমন আছেন সেই প্রসঙ্গে সইফ বাল করিনার টিমের পক্ষ থেকে সেভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে করিনার সঙ্গে সইফ তাঁদের বান্দ্রার ফ্ল্যাটের নীচে একদিন ক্যামেরাবন্দি হন। তিনি কেমন আছেন জানতে উদগ্রীব ভক্তরা। ছুরিকাঘাতের ঘটনার পর সোমবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ছোটে নবাব সইফ আলি খান। 

চলতি বছরে নেটফ্লিক্স একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার নাম ঘোষণা করে। যার মধ্যে রয়েছে জুয়েল থিফ: দ্যা হিস্ট বিগিংস। এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও জয়দীপ অহলাওয়াট। সেই উপলক্ষেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সইফ আলি খান। পরনে ছিল ডেনিম জিন্স আর শার্ট। ব্যাকব্রাশ করা চুল আর হালকা গোঁফ! হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ। একইসঙ্গে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সইফের বাঁহাতের ব্যাণ্ডেজ। 

Advertisment

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করলে সইফ বলেন, 'আপনাদের সামনে দাঁড়াতে পেরে ভীষণ ভাল লাগছে। এই ছবিটি নিয়ে আমি খুবই উত্তেজিত। আমি আর সিদ্ধার্থ এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন অনেক আলোচনা করেছি। আমি সবসময় এই ধরনের ছবিতে কাজ করার স্বপ্ন দেখেছি। ওঁর মতো একজন ভাল সহ অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আর তো কিছু বলারই থাকতে পারে না।'

এদিকে বাড়ি ফেরার পর থেকেই মুম্বই পুলিশকে তদন্তে যথাসাধ্য সাহায্য করছেন অভিনেতা। সইফ কাণ্ডে ধৃত শরিফুল এখন আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সূত্রের খবর,  সেলেব পাপারাৎজ্জিদের সঙ্গে বৈঠক করেছেনন সইফ আলি খান ও করিনা কাপুর খান।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট মোতাবেক, তাঁদের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন সইফিনা। পতৌদি পরিবারের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারকা কাপল। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সইফিনা তাঁদের দুই সন্তান তৈমুর আর জেহ-র ছবি তুলতে নিষেধ করেছেন। সেই সঙ্গে আর্জি করেছেন, বাড়ির বাইরে যেন পাপারাৎজ্জিরা ভিড় না করেন। 

bollywood movie saif ali khan Bollywood News Bollywood Actor saif ali khan injury saif ali khan Health Updates
Advertisment