Advertisment

Saif Mediclaim Bill: অনলাইনে ফাঁস মেডিক্লেম পলিসির তথ্য, সইফের চিকিৎসার খরচের অঙ্ক শুনলে চমকে যাবেন

Saif Health Insurance Policy: সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল সইফ আলি খানের চিকিৎসার খরচের বিল। ছোটে নবাবের চিকিৎসার খাতিরে কত খরচ হল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
দাম হাজার কোটির বেশি, ১৫০ ঘর-রাজকীয় সেলুন, কেমন দেখতে সইফ আলি খানের 'পতৌদি প্যালেস'?

ছোটে নবাবের চিকিৎসার খাতিরে কত খরচ হল?

Saif Insurance Policy: ১৬ জানুয়ারি বরাত জোরে রক্ষা পেয়েছেন পতৌদি নবাব সইফ আলি খান। মধ্যরাতে বাড়ির ভিতর দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হন তিনি। পিঠে গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরির অংশ। অস্ত্রোপচারের পর সেটিকে শরীর থেকে নির্মূল করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সইফের যা পরিণতি হয়েছিল তাতে পঙ্গুও হয়ে যেতে পারতেন অভিনেতা। তবে এখন ভাল আছেন সইফ।

Advertisment

আপাতত পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি আসবেন ছোটে নবাব। ছ'বার ছুরিকাঘাতের পর দু'বার অস্ত্রোপচার হয়েছে সইফের। লীলাবতী হাসপাতালে সইফ আলি খানের অস্ত্রোপচারের জন্য কত খরচ হল? অভিনেতার মেডিক্যাল ইন্সিওরেন্সের বিল ফাঁস হয়ে গেল অনলাইনে। চিকিৎসার জন্য মোট খরচ হয়েছে ৩৫.৯৫ লাখ টাকা।

সইফের রয়েছে নিভা বুপা হেলথ ইন্সিওরেন্সের পলিসি। এই সংস্থাই সইফ আলি খানের চিকিৎসার খরচ মিটিয়েছে। ইতিমধ্যেই মোট খরচের ২৫ লাখ হাসপাতালে পেমেন্ট করা হয়ে গিয়েছে বলেই খবর। হেলথ ইন্সিওরেন্সের কার্ডে রয়েছে সইফের মেম্বার আইডি, কী ধরনের চিকিৎসা বাবদ খরচ হল, কেমন বেডে তিনি ছিলেন এবং কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন।  

Advertisment

অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ২১ জানুয়ারি মঙ্গলবার লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া হবে সইফ আলি খানকে। মেডিক্লেম সংস্থার তরফে সইফের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এই সংস্থার অন্যতম পলিসি হোল্ডার সইফ আলি খানের হাসপাতালের বিল প্রসঙ্গে নিভা বুপা হেলথ ইন্সিওরেন্সের তরফে জানানো হয়, হাসপাতালে ভর্তির আগে ক্যাশ-লেস চিকিৎসার জন্য তাদের কাছে আবেদন জমা পড়ে। এরপর প্রাথমিক খরচের টাকা অনুমোদন করে দেওয়া হয়। চিকিৎসার পর যখন ফাইনাল বিল জমা পড়বে তখন বাকি টাকা দিয়ে দেওয়া হবে। 

হেলথ ইন্সিওরেন্সের বিল অনলাইনে ফাঁস হওয়ার পর পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সইফের হামলাকারীকে ধরতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য মুম্বই পুলিশের হাতে এসেছে। শীঘ্রই অপরাধীকে গ্রেফতার হবে বলে আশাবাদী তিনি। 

bollywood movie saif ali khan Bollywood News Bollywood Actor Bollywood Couple Bollywood Celeb Home saif ali khan injury saif ali khan Health Updates
Advertisment