Advertisment

Saif Ali Khan Updates: অপরাধ স্বীকার করলেন সইফের হামলাকারী! বাংলাদেশী অভিযুক্তর বিরুদ্ধে বয়ান দিতে পারেন অভিনেতা?

Saif Ali Khan Health: অভিযুক্ত জানিয়েছেন, যে তিনি নাকি জানতেন না ওটা সইফ আলি খানের বাড়ি। লাগাতার তদন্ত করছে মুম্বাই পুলিশ। সেই সূত্রে জানা যাচ্ছে, ঘটনাস্থলে প্রায় ১৯ টি...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
saif ali khan-bangladesh people

অপরাধ স্বীকার করলেন সইফের হামলাকারী? কী হতে চলেছে? Photograph: (ফাইল চিত্র )

Saif Ali Khan-Bigg Boss 18: সইফ আলি খানকে নাকি তাঁর নিজের বাড়িতে ছুরি মেরেছেন এক বাংলাদেশী? গতকাল তাঁকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এমনকি, এও জানা যাচ্ছে, সে নাকি থানে শহরের একটি বারে কাজ করছিলেন। সেখান থেকে চাকরি ছেড়ে দেন ভাল কিছু পাওয়ার আশায়। কিন্তু, তিনি কি সত্যিই করেছেন এই কান্ড?

Advertisment

আজ অভিনেতার হামলাকারীর সামনে এই ক্রাইম সিন আবারও রিক্রিয়েট করা হবে। এবং বর্তমানে জানা যাচ্ছে অভিযুক্তকে কোর্টে তোলার আগেই, সেই কাজটি করা হয়েছে। এবং অভিযুক্ত সেই মহম্মদ শরিফুল ইসলামকে কোর্টে পেশ করতেই তিনি মুখ খুলেছেন। তাহলে কি তিনি তাঁর   দোষ মাথা পেতে নিলেন। স্বীকার করলেন এই কাজ তিনি করেছেন? শনিবার রাত্রে ধরা পড়তেই তিনি বুঝে গিয়েছিলেন যে আর রক্ষে নেই। প্রায় ১০০ জন পুলিশ মিলে গোটা এলাকা সার্চ করে থানের। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

এবং আজ তিনি নিজের দোষ এবং অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি মাথা পেতে নিয়েছেন এই বিষয়টা। সকলের সামনে স্বীকার করেছেন যে তিনি দোষী। পুলিশ সূত্রে খবর, যে সইফ আলি খানকে ছুরি মেরেছেন যে অভিযুক্ত বাংলদেশী, তিনি নাকি নিজেই স্বীকার করেছেন, হ্যাঁ আমিই করেছি। কিন্তু কেন এই কাজ তিনি করেছেন, সেকথা এখনও অজানা। অভিনেতার সঙ্গে তাঁর কীসের শত্রুতা, এই নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন  -   Bigg Boss 18 winner Karanveer Mehra: 'লোভ লেগে গিয়েছে...', ভিভিয়ানকে টেক্কা দিয়ে Bigg Boss-র বিজেতা করনবীর, আফসোস কেন হচ্ছে তার?

Advertisment

তিনি কি কেবলমাত্র পয়সার জন্যই এই কাজ করেছেন? অভিযুক্ত জানিয়েছেন, যে তিনি নাকি জানতেন না ওটা সইফ আলি খানের বাড়ি। লাগাতার তদন্ত করছে মুম্বাই পুলিশ। সেই সূত্রে জানা যাচ্ছে, ঘটনাস্থলে প্রায় ১৯ টি আঙুলের ছাপ পেয়েছে। একটি জায়গা নয়, বরং বাড়ির বিভিন্ন দিক থেকে পাওয়া গিয়েছে এই ফিঙ্গার প্রিন্টস। কেমন আছেন এখন সইফ?

সোহা আলি খান, তাঁর বোন দেখতে গিয়েছিলেন তাঁকে। তিনি ভাইয়ের শরীর প্রসঙ্গে বলেন, "সইফ ভাল আছে। এবং দারুণভাবে রিকোভার করছে। এখন আর ভয়ের কোনও চান্স নেই। আসতে ধীরে সে সুস্থ হয়ে উঠছে।" উল্লেখ্য, জানা যাচ্ছে আগামীকাল তিনি বাড়ি ফিরতে পারেন এবং আজ পুলিশকে বয়ান দিতে পারেন বলিউড অভিনেতা। উল্লেখ্য, করিনা কাপুর খান প্রথম দিন থেকেই সইফের সঙ্গে ছিলেন। এছাড়াও পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন বারবার। গতকাল দেখতে এসেছিলেন তাঁর দুই ছেলেও। 

Bangladesh saif ali khan saif ali khan injury saif ali khan Health Updates
Advertisment