Kareena Kapoor-Saif health updates: গতকাল থেকেই মন ভাল নেই পতৌদি খানদানের। হঠাৎ করেই ভয়ঙ্কর বিপদ নেমে আসে সইফ আলি খানের উপর। শুধু তাই নয়। তারকার বাড়িতে ঢুকে যে তাঁকে এভাবে ছুরির কোপের মুখে পড়তে হবে যেন অনেকেই ভাবতে পারেননি। অস্ত্রোপচার হয় সইফ আলি খানের। শিরদাঁড়ায় গেঁথে গিয়েছিল ছুরি। অভিনেতার শরীর এখন কেমন?
করিনা কাপুর খান গতকাল বেলা থেকে সঙ্গেই ছিলেন তাঁর। পরিবারের সকলে দেখতে গিয়েছিলেন তাঁকে। শাহরুখ থেকে আলিয়া এবং রণবীর অনেকেই গিয়েছিলেন আহত তারকার সঙ্গে দেখা করতে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ভাল আছেন। তবে, রিকোভার করতে একটু সময় লাগবে। কিন্তু, করিনার তরফে কোনও খবর শোনা যাচ্ছিল না বহুসময়। কিন্তু, গতকাল রাত বাড়তেই বেবো অবশেষে মুখ খুললেন।
সূত্র অনুসারে, যেসময় এই ঘটনা ঘটে তখন করিনা তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। ছেলেকে বাঁচাতে গিয়েই নাকি সইফ নিজের ওপর আঘাত নেন। এবং তারপর, ইব্রাহিম এবং তৈমুর তাঁর দুই ছেলে অটো করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এখন কেমন আছেন সইফ? করিনা সমাজ মাধ্যমে একটি পোস্ট করেই বললেন...
এটা আমাদের পরিবারের কাছে অসম্ভব কঠিন একটা দিন। আমারও এখনও শক এবং ঘোরের মধ্যে আছি। এখনও অনেক চ্যাপ্টার আনফোল্ড হওয়া বাকি। এই ভীষণ কঠিন সময়ে আমরা সকলের কাছে একটি সময় এবং প্রাইভেসি চেয়ে নিচ্ছি। যদিও, সকলের অত্যন্ত জিজ্ঞাস্য যে তাঁর কাছে মোটেই সুখকর নয় সেকথাও সাফ জানিয়েছেন বেবো। তাই তো তিনি আরও লিখলেন...
আপনাদের কনসার্ন এবং ভালবাসা যেন আনন্দের, তেমন আপনাদের অত্যধিক নজর আমাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। আপনাদের কৌতূহল যেন আমাদের ক্ষতির কারণ না হয়। আমি আশা করব, আপনারা সেই স্পেস আমাদের দেবেন। আমাদের গোটা পরিবারের এখনও অনেকটা সময় নিয়ে নিজেদের ফের গড়ে তুলতে হবে। সকলকে ধন্যবাদ।
উল্লেখ্য, সইফ আলি খানের বাড়িতে পৌঁছেছিল স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ। এনকাউন্টার স্পেশালিস্টদের অনেকে গিয়েছিলেন সেখানে। পুলিশ তদন্ত করছে এই ঘটনার।