/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/saifkareena.jpg)
Saif-Kareena: ছেলের জীবন নিয়ে দুশ্চিন্তায় তাঁরা! ছবি-ইনস্টা
Saif Ali Khan on Nepotism: ছেলে তৈমুরকে ( Taimur Ali Khan ) স্টারকিড বানিয়েছে জনতা! তাদের কোনও দোষ নেই। ঠিক এমনটাই বললেন বাবা সইফ। সঙ্গ দিলেন মা করিনা কাপুর খান। দুই ছেলের মধ্যে প্রথমটিকে নিয়েই যত্ত বাড়াবাড়ি, একটা সময় হাঁপিয়ে উঠেছিলেন পরিবারের সকলে।
সম্প্রতি, সইফ ( Saif Ali Khan ) একটি সাক্ষাৎকারে বলেন, তারকা সন্তানদের যত নজর দিয়ে বসে থাকেন প্রেস, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষেরা। তাঁর একটাই কারণ, অনেকেই নিঃশব্দে সেইসব বাচ্চাদের দেখতে চান। তাই তো সইফ বললেন... "সামান্য একটা ছবি, দ্যা আর্চিস দেখুন! ওরা ক্রমাগত ক্যমেরার সামনে এসেছে। ওদের ছবি ছিল সর্বত্র। মানুষের যদি ইচ্ছে না হত তাহলে ঝামেলাই মিটে যেতে।"
সইফ আলি খানের ছেলে তৈমুর জন্মের পর থেকেই, যেভাবে প্রচারের আলোয় ছিল, অনেকেই হাসির ছলে বলতেন করিনার ছেলের নিজস্ব PR দল রয়েছে। সইফ বললেন, "তৈমুর তায়কণ্ডো ক্লাস গিয়েছে। মানুষজন ওর ছবি তুলছে, ইন্টারনেটে রয়েছে সেই ভিডিও। তাহলে বলুন? আমরা তো বাবা মা, এইধরনের অ্যাটেনশন চাই বলুন? এগুলো তো সাধারণ মানুষ করে। আমরা স্টার কিড বানাই না। আমরা বায়োলজিকালভাবে ওদের তৈরি করি। মানুষ, মুখে অনেক কিছু বলেন। কিন্তু চুপিসারে তাদের দেখতে চান।"
আরও পড়ুন - Jaya Bachchan: ‘স্বামীর সঙ্গে তুই-তোকারি আবার কী?’ নাতনিকে প্রকাশ্যে পাঠ পড়ালেন জয়া!
সইফকে সঙ্গ দেন করিনা ( Kareena kapoor Khan ) নিজেও। তিনিও একই কথা জানান। তারকা সন্তান নামটা কোথাথেকে এসেছে, এই নিজেই আওয়াজ তুললেন তিনি। অভিনেত্রী বলেন, "শেষ পদবীটা তারকার হলেই যে সে সাফল্য পাবেন সেটা কিন্তু নয়। এখন সোশ্যাল মিডিয়ায় যুগ। উত্তেজিত হওয়া, ভাবনা চিন্তা আসা খুব স্বাভাবিক। কিন্তু, ৩০ হাজার লাইক এবং ১ মিলিয়ন ফলোয়ার থাকলেই তুমি স্টার এটা কিন্তু না। নিজেকে প্রমাণ করো। এটাই তো অনেকে পারে না।"
একথা একেবারেই ঠিক। বিচার করতে গেলে তারকা সন্তান হিসেবে অর্জুন কাপুর কিংবা আরবাজ খান কিংবা নীল নিতিন মুকেশ জায়গা করতে পারেনি। এমনকি অভিষেক বচ্চনকে প্রতিনিয়ত কটাক্ষ শুনতে হয়েছে বাবা অমিতাভের জন্য। আরিয়ান খান বাবা শাহরুখের কারণে নানা কথা শুনছেন। নেপটিজম নিয়ে যখন চর্চা চারিদিকে, তাঁরই মাঝে বড় কথা তারকা দম্পতির।