New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/Saif.jpg)
পুরনো ঠিকানায় আপাতত ঠাঁই সইফ-করিনার?
পুরনো ঠিকানায় আপাতত ঠাঁই সইফ-করিনার?
Saif-Kareena Moves To Old Home: সইফ আলি খানের উপর ১৫ জানুয়ারি মধ্যরাতে দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মঙ্গলবার বাড়ি ফিরছেন পতৌদি নবাব সইফ আলি খান। ইতিমধ্যেই মুম্বই পুলিশ লীলাবতী হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলেছে। করিনাও পৌঁছে গিয়েছেন হাসপাতালে।
শীঘ্রই ছেড়ে দেওয়া হবে ছোটে নবাবকে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছিলেন করিনা। সেই জন্য দিদি করিশ্মা কাপুর করিনা ও জেহ-তৈমুরকে নিয়ে নিজের বাড়িতে যান। সোমবার 'সৎগুরু শরণ'-এ ফেরেন নবাব বেগম করিনা কাপুর খান। কিন্তু, সইফকে নিয়ে এই বাড়িতেই ফিরবেন করিনা নাকি আপাতত ঠাঁই পুরনো ঠিকানাতে?
ইন্ডাস্ট্রির কানাঘুষো হাসপাতাল থেকে সইফিনা 'সৎগুরু শরণ'-এ ফিরবেন না। করিনাকে বিয়ের পর যেখানে থাকতেন অর্থাৎ বান্দ্রার ফরচুন হাইটস-এ। ২০২১-এ ছোট ছেলে জেহ-এর জন্মের পর 'সৎগুরু শরণ'-এ থাকতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে, জেহ-তৈমুরের খেলনা ফরচুন হাইটস-এ নিয়ে যাওয়া হচ্ছে। যদিও বাড়ি পরিবর্তনের ব্যাপারে সইফিনা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। 'সৎগুরু শরণ' এ সইফ 'সেফ' নয়? সেই জন্যই পুরনো ঠিকাতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত?
মঙ্গলবার ছাড়া হচ্ছে সইফ আলি খানকে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন নবাব বেগম করিনা কাপুর খান। সেলেব পাপারাৎজ্জিরা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেবোর হাসপাতালে ঢোকার মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও দেখেই অনুমান, সইফকে বাড়ি নিয়ে যেতেই হাসপাতালে এসেছেন বেটারহাফ করিনা। লীলাবতী হাসপাতালের বাইরে রয়েছে মুম্বই পুলিশের কড়া নিরাপত্তা। অতিরিক্ত ভিড় সামলানোর জন্য যথেষ্ট পুলিশ নিয়োগ করা হয়েছে।
হাসপাতালের বাইরে যাতে অযাচিত ভিড় না হয় সেই দিকে বিশেষ খেয়াল রয়েছে মুম্বই পুলিশের। ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফের উপর হামলার ঘটনায় উদ্বেগ ভক্তরা। হাসপাতালের বাইরে অনুরাগীদের ভিড় সামলাতেই মুম্বই পুলিশের তরফে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। লীলাবতী হাসপাতালে ঢোকা ও বেরনোর গেটের সামনে ব্যারিকেট করে দেওয়া হয়েছে।
যাতে ভিড় কোনওভাবেই সইফিনা পর্যন্ত পৌঁছতে না পারে। সংবাদসংস্থা IANS-এর তরফে একটি ভিডিও-ও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মুম্বই পুলিশ কী ভাবে সইফের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। পতৌদি নবাব সইফের বাড়ি ফেরার অপেক্ষায় তাঁর পরিবার। অনুরাগীরাও তাঁর ঘরে ফেরার খবরের জন্য অপেক্ষা করছিলেন।