Advertisment

'দিল বেচারার ট্রেলারে কোথাও আমি নেই'

ছবিতে সুশান্তের বিপরীতে রয়েছেন সঞ্জনা সিং। এটিই সঞ্জনার প্রথম কাজ। ইতিমধ্যে সাধারণ মানুষ জেনে ফেলেছেন, ছবিতে অভিনয় করেছিএন সইফ আলি খানও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সপ্তাহ খানেক আগেই মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'র ট্রেলার। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ ছোঁয়া ভিউ ছুঁয়েছে নানা রেকর্ড। কিন্তু ছবির ট্রেলারে কোথাও দেখা গেল না সইফ আলি খানকে।

Advertisment

সদ্য প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা। ছবিটি অনলাইনে মুক্তি পাবে আগামী ২৪ জুলাই। সাবস্ক্রিবশন ছাড়াই দেখা যাবে ছবি, জানিয়েছে ডিজনি প্লাস কর্তৃপক্ষ। ছবিতে সুশান্তের বিপরীতে রয়েছেন সঞ্জনা সিং। এটিই সঞ্জনার প্রথম কাজ। ইতিমধ্যে সাধারণ মানুষ জেনে ফেলেছেন, ছবিতে অভিনয় করেছিএন সইফ আলি খানও।

আরও পড়ুন, ‘সত্য বড়ই জটিল’ নেপোটিজম নিয়ে মুখ খুললেন সইফ আলি খান

কিন্তু সইফকে কেন দেখা গেল না ট্রেলারে? এমন প্রশ্নের জবাবে ছোটে নবাব বলেছেন, "ভালোই হয়েছে, ট্রেলারে আমায় দেখানো হয়নি। দিল বেচারাতে আমার একটি ক্যামিও চরিত্র। এটা কোনো ব্যাপার না"।

এর আগে সুশান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সইফ জানিয়েছিলেন, "কাজ করে মনে হয়েছিল ও আমার চেয়ে অনেক বেশি উজ্জ্বল"।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

saif ali khan
Advertisment