New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/17/S2pzB7e3wRUPPphYgMm8.jpg)
শার্টের ফাঁকে স্পষ্ট গলার আঘাত
শার্টের ফাঁকে স্পষ্ট গলার আঘাত
Saif Ali Khan Neck Attack Images: ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফ বাড়িতে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হন পতৌদি নবাব। ছ'বার ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনার পাঁচদিন পর অর্থাৎ ২১ জানুয়ারি কড়া নিরাপত্তার তাদরে মুড়ে করিনার সঙ্গে বাড়ি ফেরেন সইফ। হেঁটেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে এসে গাড়িতে ওঠেন ছোটে নবাব।
সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও সেলেব পাপারাৎজ্জিৎরা শেয়ার করতেই তৈরি হয়েছে অনেক মিম। সেই সঙ্গে দ্রুত সুস্থ হওয়া ও হেঁটে হাসপাতাল থেকে বেরনো নিয়েও ট্রোলের শিকার হয়েছেন সইফ। তাঁর উপর হামলার ঘটনা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। সইফের বোন সাবা আলি খান সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মোক্ষম জবাবও দিয়েছেন। এবার প্রকাশ্যে সইফের গলায় আঘাতের চিহ্ন। দোসর ব্যান্ডেড।
ছুরিকাঘাতের ঘটনার পর সোমবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ছোটে নবাব সইফ আলি খান। চলতি বছরে নেটফ্লিক্স একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার নাম ঘোষণা করে। যার মধ্যে রয়েছে জুয়েল থিফ। এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও জয়দীপ অহলাওয়াট। সেই উপলক্ষেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সইফ আলি খান। তখনই সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সইফের গলার আঘাতের নমুনা। ট্রোলের যোগ্য জবাব দিতে করিনার ফ্যান পেজের তরফে সেই ছবি শেয়ার করে হয়।
যেখানে লেখা, 'যাঁরা বিগত কয়েক সপ্তাহে একাধিকবার সইফের আঘাত নিয়ে প্রশ্ন তুলেছেন এটা তাঁদের জন্য। আঘাতকে প্রকাশ্যে এনে সহানুভূতি আদায় করতে চান না। সেই জন্যই কলার দেওয়া শার্ট পরে ইভেন্ট এসেছিলেন। তবুও তার মাঝে এই দাগ স্পষ্ট।' ছবিতে দেখা যাচ্ছে সইফের গলায় চারটি আঘাতের চিহ্ন। পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সইফের বাঁহাতের ব্যান্ডেজও। পরনে ছিল ডেনিম জিন্স আর শার্ট। ব্যাকব্রাশ করা চুল আর হালকা গোঁফ! হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ।
সাংবাদিকরা তাঁর বর্তমানে শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করলে সইফ বলেন, 'আপনাদের সামনে দাঁড়াতে পেরে ভীষণ ভাল লাগছে। এই ছবিটি নিয়ে আমি খুবই উত্তেজিত। আমি আর সিদ্ধার্থ এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন অনেক আলোচনা করেছি। আমি সবসময় এই ধরনের ছবিতে কাজ করার স্বপ্ন দেখেছি। ওঁর মতো একজন ভাল সহ অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আর তো কিছু বলারই থাকতে পারে না।'