সোশ্যাল মিডিয়ায় না থাকলে কতকিছু মিস হয়ে যায় বলুন তো? তারকাদের নিয়ে সবসময়ই সরগরম সোশ্যাল মিডিয়া, আর নিজেদের খবর পেতে এর থেকে ভাল জায়গা আর হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় থাকতে নারাজ সইফ আলি খান! কিন্তু কেন?
সইফ সংক্রান্ত যা কিছু বেশীরভাগই পোস্ট করেন করিনা। তাই মাঝেমধ্যেই তাঁকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দেখা যায়। কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কেন নেই তাঁর? সেই নিয়ে মুখ খুলেছেন করিনা। বললেন, তাঁর ইচ্ছে থাকলেও সম্ভব নয়। কারণ তিনি আইডি খুঁজে পান না। একথা শুনে হেসে উঠলেন সকলে।
সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হয়েছিলেন তিনি। কপিল সোজা জিজ্ঞেস করলেন, আপনি সোশ্যাল মিডিয়ায় নেই কেন? নাকি ইউজার আইডি পান না? সইফ বললেন, "আমি চেষ্টা করেছিলাম! কিন্তু, কী আইডি খুঁজেই পেলাম না"। এতগুলি সইফ আলি খানের নামে অ্যাকাউন্ট যে আমিই আর পারলাম না। তবে সোশ্যাল মিডিয়ায় থাকা মানেই যে এক ভয়ঙ্কর চাপ এবং চিন্তা সেই সম্পর্কেও জানিয়ে দিলেন তিনি। সইফ এবারও বললেন, আমিও এটাই মনে করি, প্রচুর চাপ! অনেক মিথ্যে বলতে হবে।
আরও পড়ুন < বিয়ের আগেই বাচ্চা? সারোগেসি বিতর্কে তামিলনাড়ু সরকারকে ‘কৈফিয়ত’ দিলেন নয়নতারা >
সোশ্যাল মিডিয়ায় মিথ্যে বলা একেবারেই কাম্য নয়। এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, একমাত্র এইস্থানেই সকলে খুব ফেক, নিজের মত করে থাকার চেষ্টা করে না। আর এই সম্পর্কেও আবার বাতলে দিলেন রাধিকা আপ্তে। সইফের পক্ষ নিয়েই বললেন, উনি মিথ্যে বলতে পারে না। কিন্তু মজার ছলে সইফ বললেন, "না! আমি মিথ্যে কথা বলি, কিন্তু এখানে অনেকে আটকা পড়ে যায়। অনেক সমস্যা"।
বিক্রম-বেধা নিয়ে উত্তেজিত ভক্তকুল। দুই তারকার দেদার অ্যাকশান এবং অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে একথা বলাই যায়। আবারও লাভের মুখ দেখেছে বলিউডের কোনও ছবি।যদিও বা দুই ছেলের সঙ্গে মাঝেমধ্যেই করিনার দৌলতে তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। গতকালই করিনার সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবন অতিক্রম করলেন তিনি। এই নিয়ে তৃতীয় সপ্তাহেও ধামাকা করছে বিক্রম-বেধার জুটি।