Sail Ali Khan-Bollywood: এর আগে জানুয়ারি মাসে এক বাড়িতে ঢুকে পড়া আতঙ্কের শিকার হয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। ছুরিকাঘাতের পর যে অস্ত্রোপচার হয়েছে তা থেকে অভিনেতা সুস্থ হয়ে উঠলেও তার পরিবার নিরাপত্তা জোরদার করার জন্য ব্যবস্থা নিচ্ছে। যদিও বা হাসপাতাল থেকে তিনি একেবারে নিজের পায়ে হেঁটে বাড়ি ফেরেন। তাও বেশ চিন্তায় তাঁর পরিবার।
মুম্বইয়ের বান্দ্রায় পাপারাজ্জিদের বাড়ির বাইরে ঘোরাঘুরি না করার অনুরোধ জানিয়েছেন তাঁরা৷ মঙ্গলবার বাড়ির বাইরে গ্রিল লাগাতে দেখা গিয়েছে শ্রমিকদের৷ যদিও, এই ঘটনার পর সইফকে খুব বেশি জনসমক্ষে দেখা যায়নি, তবে একটি নতুন ছবিতে তাকে তার ছেলে ইব্রাহিম আলি খানের সাথে পোজ দিতে দেখা গেছে, সেখানেই তার গলায় একটি ব্যান্ডেজ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
ছবিতে টি-শার্ট ও জিন্স পরে মুখে চওড়া হাসি নিয়ে পোজ দিয়েছেন সইফ। ইব্রাহিম একপাশে দাঁড়িয়েছিলেন, তাদের মাঝখানে তৃতীয় এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। যদিও, নবাব সাহেবকে দেখে বোঝার উপায় নেই এতবড় বিপদের মধ্যে দিয়ে গিয়েছেন। সেই হাসি মুখে লেগেই আছে। তাঁর কতটা মনের জোড়, সেটা তখনই বোঝা গিয়েছিল, অভিনেতা এতবার ছুরির আঘাত পেয়েও অটো করে হাসপাতালে গিয়েছিলেন। রক্তাক্ত সইফ নিজে হেঁটে ঐ অবস্থায় হাসপাতালে পর্যন্ত গিয়েছিলেন।
সম্প্রতি সইফ-কারিনা পাপারাৎজি ও সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, তাঁরা যেন তাঁদের সন্তান তৈমুর ও জেহ-র কোনও ছবি তুলতে না পারেন। বিবৃতিতে তারা পাপারাজ্জিদের তাদের বাসভবনের নিচে না দাঁড়িয়ে বাড়ি থেকে আসা বা বের হওয়ার সময় ছবি তুলতে না বলেছে। এই ঘটনার পর তাঁর বাড়িতে এবং জানালায় কাচ গ্রিল বসানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবারই ইব্রাহিমের অভিনয়ে অভিষেকের কথা ঘোষণা করেন করণ জোহর। নিজের আনুষ্ঠানিক লঞ্চের কথা ঘোষণা করে করণ সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিমের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সূত্রের খবর, ইব্রাহিম ইতিমধ্যেই দু'টি ছবির কাজ করছেন, একটিতে কাজল অভিনয় করেছেন এবং অন্যটিতে অভিনয় করেছেন শ্রীলীলা।