/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/saif.jpg)
ফটোশিকারিদের ওপর চটে গেলেন সইফ-করিনা
এমনিতে শান্ত-শিষ্ট স্বভাবের। ইন্ডাস্ট্রির অন্দরে সইফ আলি খানকে (Saif Ali Khan) সকলে এভাবেই চেনেন। সাধারণত মেজাজ হারান না বলিউড নবাব। তবে এবার কী এমন হল যে, তেড়েফুড়ে গেলেন অভিনেতা? সঙ্গে ছিলেন স্ত্রী করিনা কাপুর খানও। তিনিও ক্ষেপে লাল!
ঠিক কী হয়েছে? সম্প্রতি করিনার প্রিয় বান্ধবী অমৃতা অরোরার মা জয়িসের ৭০তম জন্মদিনের পার্টিতে যাচ্ছিলেন সইফ-করিনা। রাতপার্টিতে দম্পতির পরনে কালো পোশাক। একেবারে গ্ল্যামারাস অবতারে ধরা দেন সইফ-করিনা। নবাব বাংলো থেকে বেরতেই বলিউডের তারকা দম্পতিকে পাপ্পারাজিরা ঘিরে ধরেন।
ফ্ল্যাশের আলো.. শাটারের শব্দ.. সুযোগ পেয়েই ঝটাপট ছবি তুলছিলেন সকলে। আর তারকাদের হাঁড়ির খবর জানতে সর্বদাই পাপ্পারাজিদের ক্যামেরা প্রস্তুত। সেসব দেখেই বিরক্ত হন সইফ। অতঃপর কথাও শোনাতে ছাড়লেন না।
তবে কোনও খারাপ শব্দ নয়। খানিক রসিকতার ছলেই পাপ্পারাজিদের ক্লাস নিলেন সইফ। বললেন, "এক কাজ করো। আমাদের বেডরুমে চলে এসো তোমরা।.." পাল্টা ফটোশিকাদের একজন বলেন, "আসলে সইফ স্যর, আমরা আপনাকে ভালবাসি।" সইফও জবাব ছোঁড়েন হাঁটতে হাঁটতে। বলেন, "আমি তোমাদেরকে ভালবাসি।" শেষপাতে তাঁদের হাসিমুখে বিদায় জানাতেও ভুললেন না বলিউড নবাব। তবে করিনা মুখে কোনও কথা না বললেও তাঁর চোখেমুখে বিরক্তির ভাব স্পষ্ট!
<আরও পড়ুন: রাত ২টো ৪১! রাজ চক্রবর্তীর সেটে ‘সাদা-কালা..’ গেয়ে ‘হাওয়া’ গরম করলেন নুসরত>
#saifalikhan#KareenaKapoorKhan Ek Kaam Kariyega Hamare Bedroom me Aaiye ❤️ @viralbhayani77pic.twitter.com/XXJVhSz4kP
— Viral Bhayani (@viralbhayani77) March 3, 2023
আসলে সইফ-করিনা কিংবা তাঁদের দুই সন্তান তৈমুর, জেহ সবসময়েই ফটোশিকারিদের লেন্সের ফোকাসে থাকেন। এবার মালাইকা-অমৃতাদের মায়ের জন্মদিনের পার্টিতে যাওয়ার সময়েও তার অন্যথা হয়নি। তাঁরা যেখানেই যান না কেন, পাপ্পারাজিরা পিছু-পিছু ধাওয়া করেন। এবার সেই প্রেক্ষিতেই প্রতিবাদ করলেন সইফ। হাসিমুখেই পাঠ দিলেন ফটোশিকারিদের।