Advertisment

Saif Ali Khan: আড়াই ইঞ্চি গেঁথে গিয়েছিল ছুরি, ভয়ঙ্কর অবস্থা সইফ আলি খানের...! কী বললেন ডাক্তার?

Saif Ali Khan: চিকিৎসকরা বেশ স্তম্ভিত তাঁর আঘাতে। কোথায় কোথায় চোট পেয়েছেন তিনি? অভিনেতার চিকিৎসক সমস্তটা খোলসা করেন। সূত্রের খবর প্রায় ৫-৬ বার ছুরির কোপ পড়েছে তাঁর ওপর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saif ali khan purchases back Pataudi Palace

Saif Ali Khan Injury: আসলে কী হয়েছে সইফের? Photograph: (ফাইল চিত্র )

 
 আপাতত সুস্থ আছেন সইফ আলী খান। অভিনেতার বাড়িতে ভোর রাতে যে ঘটনা ঘটেছে, একথা কারওর অজানা নয়। পরিবারের সুরক্ষায় নিজের প্রাণের পরোয়া না করেই তারকা ছুরিকাঘাতে আহত। বেশ গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাঁর অস্ত্রোপচার হয়েছে।

Advertisment

এবং চিকিৎসকরা বেশ স্তম্ভিত তাঁর আঘাতে। কোথায় কোথায় চোট পেয়েছেন তিনি? অভিনেতার চিকিৎসক সমস্তটা খোলসা করেন। সূত্রের খবর প্রায় ৫-৬ বার ছুরির কোপ পড়েছে তাঁর ওপর। তাঁর মধ্যে দুটি আঘাত বেশ গভীর সেও জানিয়েছেন চিকিৎসক। অভিনেতার নিউরো সার্জারি তাঁর সঙ্গে সঙ্গে হয়েছে, কসমেটিক সার্জারিও বটে। যদিও বা তাঁর অবস্থা এখন যথেষ্ট ভাল। এমনকি, বিপদ কেটে গিয়েছে তাঁর। তাঁর চিকিৎসক জানিয়েছেন... রাত ২টো নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকের কথায়... "তাঁর ভীষণ গুরুতর আঘাত লেগেছিল  শিরদাঁড়ায়। ছুরি গেঁথে গিয়েছিল সেখানে। হাতে এবং কাঁধে ভীষণ আঘাত লেগেছিল। সেগুলো প্লাস্টিক সার্জারি দল সামলেছে। কিন্তু শিরদাঁড়ার যে অপারেশন সেটি শক্ত ছিল এবং আমাদের খুব ধৈর্য সহকারে করতে হয়েছে। প্রায় আড়াই ইঞ্চি গেঁথে ছিল শিরদাঁড়ায়। সেটাকে বের করতে হয়েছে। শুধু তাই নয়, শিরদাঁড়া থেকে ফ্লুইড বেরোচ্ছিল, সেটিকে থামাতে হয়েছে। এবং সেকারণেই অনেকটা লম্বা অপারেশন করতে হয়েছে। তবে, এখন তিনি ভাল আছেন।"

ভয়ঙ্কর জটিল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন সইফ। আরও মারাত্মক কিছু হতে পারত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এবং সইফ এর দল থেকে জানানো হয়েছে যে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। এবং ছেলেরা বাড়িয়ে একদম সুরক্ষিত রয়েছেন। তাঁদেরকে সামলেই করিনা এসে পৌঁছান হাসপাতালে। দুই ছেলে মেয়ে সারা ইব্রাহিমের সঙ্গে সঙ্গে আর কে কে এলেন?

Advertisment

মালাইকা আরোরা গিয়েছিলেন তাঁর বাড়িতে। তৈমুর এবং জেহকে দেখতে গিয়েছিলেন করিনার এই বান্ধবী। এছাড়াও বেলা পড়তেই সেখানে দেখা গেল রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে।

bollywood saif ali khan Bollywood Actor
Advertisment