Saif Ali Khan: করিনার রহস্যময় পোস্টের পর ফের হাসপাতালে সইফ, কেমন আছেন বাস্তবের 'এজেন্ট বিনোদ'?

Saif Ali Khan Leevati Hospital : ২১ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সইফ আলি খান। ফের মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে পতৌদি নবাব। কেমন আছেন অভিনেতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saif ali khan 2

সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফের হাসপাতালে সইফ

Saif Hospital Visit: ১৫ জানুয়ারি মধ্যরাতে হাড় হিম করা ঘটনা ঘটেছে পতৌদি নবাব সইফ আলি খানের সঙ্গে। বাড়ি ঢুকে দুষ্কৃতী হামলা চালায় তাঁর উপর। ছ'বার ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ২১ জানুয়ারি বাড়ি ফেরেন সইফ। ৯ ফেব্রুয়ারি ফের মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে এলেন অভিনেতা। বাড়ি ফেরার পর নেটফ্লিক্সের অনুষ্ঠানে নিজের ছবির প্রচারে বেশ 'ফ্রেশ মুডে' নজর কেড়েছিলেন। আচমকা কী হল ছোটে নবাব সইফ আলি খানের?

Advertisment

সইফকে কড়া নজরে রেখেছিলেন দেহরক্ষীরা। সেলেব প্যাপ ভিরাল ভায়ানি তাঁর ইনস্টা হ্যান্ডেলে সইফের হাসপাতালে ঢোকার মুহূর্তের ভিডিও শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল। তিনি কেমন আছেন জানতে উদগ্রীব অনুরাগীরা। রুটিন চেক-আপের জন্য হাসপাতালে এসেছেন সইফ। ভিডিও পোস্টের ক্যাপশনে সে কথা নিজেই জানিয়েছেন সেলেব পাপারাৎজ্জি।

Advertisment

গত ৩ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ফেরার পর প্রথম কোনও ইভেন্টে হাজির হয়েছিলেন সইফ। ছুরিকাঘাতের ঘটনার পর সোমবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছোটে নবাব। চলতি বছরে নেটফ্লিক্স একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার নাম ঘোষণা করে। যার মধ্যে রয়েছে জুয়েল থিফ: দ্যা হিস্ট বিগিংস। যেখানে অভিনয় করেছেন সইফ আলি খান ও জয়দীপ অহলাওয়াট। 

সেই উপলক্ষেই অনুষ্ঠানে হাজির ছিলেন সইফ আলি খান। পরনে ছিল ডেনিম জিন্স আর শার্ট। ব্যাকব্রাশ করা চুল আর হালকা গোঁফ! হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ। একইসঙ্গে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল সইফের বাঁহাতের ব্যাণ্ডেজ। সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও হাত নেড়ে ভাল থাকার কথা জানিয়েছেন সইফ। শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করলে সইফ বলেন, 'আপনাদের সামনে দাঁড়াতে পেরে ভীষণ ভাল লাগছে।'  এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করিনার রহস্যজনক পোস্ট। 

ইনস্টা স্টোরিতে বেবো লেখেন,  'বিয়ে, বিবাহবিচ্ছেদ, মনের ভিতর প্রবল চাপ, সন্তান জন্ম দেওয়া, ভালবাসার মানুষের মৃত্যু আর মা-বাবা হিসেবে দায়িত্ব পালন- যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে এগুলো ঘটছে ততক্ষণ পর্যন্ত সত্যিই উপলব্ধি করতে পারবেন না। যখন আপনার জীবনে এই কঠিন সময় আসবে তখন বাস্তবটা বুঝতে পারবেন। তার আগের মুহূর্ত পর্যন্ত নিজেকে স্মার্ট মনে হবে'। তবে এই পোস্ট দেখে কেউ মনে করছেন সইফিনার সম্পর্কে চিড় ধরেছে তো কেউ আবার ভাবছেন সইফ কান্ড নিয়ে যেভাবে চর্চা হচ্ছে তারই নীরব প্রতিবাদ। 

saif ali khan injury Bollywood News saif ali khan Health Updates bollywood movie Bollywood Actor saif ali khan