Advertisment
Presenting Partner
Desktop GIF

সিংহাসন দখলের ষড়যন্ত্রে মগ্ন উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিক সইফ! প্রকাশ্যে 'তান্ডব'-এর ট্রেলার

রাজনীতি, সিংহাসন দখলের ষড়যন্ত্র, পারিবারিক হিংসা, সাধারণ মানুষের হাহাকার, অভাব-অভিযোগ, 'তান্ডব' যেন বাস্তবের আস্ত দলিল। কোথায়, কবে দেখতে পাবেন এই ওয়েব সিরিজ? জানুন বিশদে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tandav

'If you can't be the king, be the king maker'...রাজা না-ই বা হতে পারো, কিন্তু সিংহাসনের পদাধিকারী তৈরির নেপথ্যের দড়ি তো হাতে থাকতেই পারে, রাজনীতি এমনই। যে ময়দানে ভাল-খারাপ, বৈধ-অবৈধরই স্থান নেই। কেউ কাউকে একচুল জায়গা ছাড়তে নারাজ! হিংসা-প্রতিহিংসা যার অন্তর্নিহিত অর্থ। ময়দানে টিকে থাকতে হলে 'চাণক্যনীতি'ই সই! সেরকমই এক রাজনীতি, সিংহাসন দখলের ষড়যন্ত্র, পারিবারিক হিংসা, সাধারণ মানুষের হাহাকার, অভাব-অভিযোগ… নিয়ে মুক্তি পেল সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ‘তান্ডব’-এর ট্রেলার (Tandav’s trailer)।

Advertisment

"হিন্দুস্তানকে শুধু একটাই জিনিস চালায়, সেটা হল রাজনীতি… দেশের প্রধানমন্ত্রীই দেশের রাজা"- 'তান্ডব'-এর টিজারেই শোনা গিয়েছিল এই কথা। ট্রেলারেও মিলল তার আঁচ। বর্তমানে দেশের রাজনৈতিক সংস্কৃতি ক্রমাগত যেভাবে কলুষিত হচ্ছে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সইফের আগামী ওয়েব সিরিজ ‘তান্ডব’ যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ইঙ্গিত মিলল সিরিজের ঝলকেই। সইফ ধরা দিলেন গুরুগম্ভীর এক রাজনীতিকের ভূমিকায়। ক্ষমতা দখলের কুরুক্ষেত্রে যেখানে তাঁর প্রতিদ্বন্দী ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)।

সিরিজটি পলিটিক্যাল ড্রামা। দিল্লির মসনদ প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং তার জন্য যে ইঁদুর দৌঁড়ের শামিল হতে হয়, সেই বিষয়টিরও খানিক ইঙ্গিত মিলল ট্রেলারে। প্রথম মরশুমে মোট ৯টি এপিসোড দেখা যাবে।

‘তান্ডব’-এর পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এই সিরিজের স্রষ্টাও তিনিই। গল্প লিখেছেন ‘আর্টিকেল ১৫’ খ্যাত গৌরব সোলাঙ্কি। ক্ষমতা দখলের লড়াইয়ে রাজনৈতিক নেতা-মন্ত্রীরা কতটা দূর অবধি যেতে পারে, সেই ইস্যুই এই ওয়েব সিরিজের মূল প্রতিপাদ্য বিষয়। ক্ষমতালোভী, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মতো বিষয়গুলিও তুলে ধরা হয়েছে এখানে। উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিকের ভূমিকায় সইফ যে দর্শকদের নিরাশ করবেন না, টিজারেই তার ইঙ্গিত মিলল। ‘তান্ডব’ দিয়ে ওয়েব দুনিয়ায় পরিচালক হিসেবে পদার্পন করতে চলেছেন আলি আব্বাস জাফর।

উল্লেখ্য, সইফ আলি খান ছাড়াও ‘তান্ডব’-এ অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার, মহম্মদ জিশান আয়ুব, কৃতীকা কামরা, গওহর খান, সারা-জেন ডিয়াস, কৃতীকা অবস্তির মতো অভিনেতা-অভিনেত্রীরা। টিজারে ধরা দিলেন দিনো মোরিয়া, অনুপ সোনি, কুমুদ মিশ্র, তিগমাংশু ধুলিয়া এবং পরেশ পাহুজাও। প্রত্যেকটি চরিত্রকেই বেশ সম্ভাবনাময় মনে হল ট্রেলারে। জানুয়ারি মাসের ১৫ তারিখে ‘তান্ডব’ মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

Dimple kapadia saif ali khan
Advertisment