Saif Ali Attacked Case Update: বুধবার তখন ঘড়ির কাঁটায় রাত দুটো থেকে আড়াইটের মধ্যে একটা সময়। কড়া নিরাপত্তা পেরিয়ে আচমকা পতৌদি প্যালেসে ঢুকে পড়ে এক দুষ্কৃতি। নবাব পুত্তুর জেহ আলি খানের ঘরে ঢুকতেই চিল চিৎকার ন্যানির। সঙ্গে সঙ্গে ছোট্ট জেহ-র ঘরে এসে পরিবারকে বাঁচানোর জন্য ময়দানে নেমেছিলেন। তখনই ওই দুষ্কৃতি এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে সইফকে।
Advertisment
রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর এখন ভাল আছেন পতৌদি নবাব সইফ আলি খান। বৃহস্পতিবার দিনভর চিরুণি তল্লাশির পর শুক্রবার পুলিশের জালে আক্রমণকারী। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। মুম্বই পুলিশের সিনিয়ার অফিসররা কিন্তু, একটি বিষয় নিশ্চিত করেছেন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেফতার নয়।
২০ জন পুলিশের একটি দল তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে। সৎগুরু বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরায় যে সন্দেহভাজন ধরা পড়েছে তার সঙ্গে পুলিশের কাছে থাকা দুষ্কৃতিদের চেহারার মিল রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ওই এলাকায় এই ধরনের কাউকে কখনও দেখা গিয়েছিল কিনা সেটাও তদন্ত সাপেক্ষ। বৃহস্পতিবার দিনভর লাগাতার চলেছে চিরুনি তল্লাশি।
Advertisment
বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই পুলিশ ওই ব্যক্তির খোঁজ পায়। সেই সময় ইতস্ততভাবে সেখানে ঘুরছিল বলে জানা গিয়েছিল। পুলিশের নজরে আসে তার সন্দেহজনক গতিবিধি। এর পরেই আটক করে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী পতৌদি প্যালেসে কোনও গৃহকর্মীর সঙ্গে পূর্বপরিচিত। সম্ভবত সেই কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সইফিনার বাড়িতে অনায়াসে প্রবেশ করতে পারে।
সইফের বাড়িতে এই হামলার ঘটনায় আতঙ্কিত বান্দ্রাবাসী। এই বান্দ্রা যে সেলেবদের জন্য মোটেই সুরক্ষিত নন তারকারা সেটা বেশ ভালই বুঝতে পারছেন। এর মাঝেই গুঞ্জন, শাহরুখ খানও নাকি নিরাপদ নন। মন্নতে ইতিমধ্যেই দুষ্কৃতিরা রেইকি করে গিয়েছে! এই খবর ছড়িয়ে পরতেই প্রতিক্রিয়া জানিয়েছে মুম্বই পুলিশ। আজ তক (Aaj Tak)-এর রিপোর্ট অনুযায়ী, সইফ আলি খানের বাড়িতে প্রবেশের আগে দুষ্কৃতি রেইকি সেরে গিয়েছিল। এদিকে আবার 'Times Now Navbharat'-এর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, পুলিশ এই খবরের সত্যতা উড়িয়ে দিয়েছে।