Saif Ali Khan Thanked The autodriver: গত ১৬ জানুয়ারি ভোরে নিজের বাড়িতে নৃশংস হামলার মোকাবিলা করার পর, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। তবে হাসপাতাল ছাড়ার আগে সইফ অটোচালক ভজন সিংয়ের সঙ্গে দেখা করেন। যিনি আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এবার অভিনেতার সঙ্গে দেখা করার একটি ভিডিও ভাইরাল হয়েছে ওই অটোচালকের। তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন সইফ আলি খান ব্যক্তিগতভাবে তাকে ফোন করেছিলেন এবং তার সাথে দেখা করার অনুরোধ করেছিলেন। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ তাঁকে হাসপাতালে পৌঁছতে বলা হয়। অটোচালক জানিয়েছেন, সেখানে তার পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং তারা আমাকে শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মা উপস্থিত ছিলেন এবং এমনকি তার সন্তানরাও। যদিও, আমি ওদের মুখ দেখে খুব একটা চিনতে পারি নি।
তাঁকে ডেকে কী বললেন সইফ?
চালক সইফ আলি খানের পাশাপাশি শর্মিলা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করার কথা স্মরণ করেছেন। তিনি বলেছিলেন যে তারা খুব শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে এবং তার সাথে ছবিও তুলেছিল। তিনি জানান, অভিনেতা যোগাযোগ রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন। অভিনেতা তাঁকে বলেন, "আপনার যদি কখনও কিছু প্রয়োজন হয় তবে আমাকে জানাবেন।"
এর আগে সেই রাতের ঘটনা স্মরণ করে ভজন লাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, এক কর্মী ও তাঁর ছেলে তৈমুরের সঙ্গে অটোতে ওঠেন সইফ। তাঁর কথায়, "তাদের অবস্থা এতটাই জরুরি ছিল যে আমি টাকা চাওয়ার কথা ভাবতেই পারিনি। এত বড় অভিনেতাকে আমার অটোতে বসতে পারাটাই আমার জন্য যথেষ্ট তৃপ্তিদায়ক।"
তিনি জানান, তাঁরা যখন লীলাবতী হাসপাতালে পৌঁছন, তখন প্রবেশদ্বারে দাঁড়িয়ে ছিলেন এক নিরাপত্তারক্ষী। তখনই তিনি বুঝতে পারেন তাঁর অটোতে কে রয়েছেন। তিনি (সইফ) বললেন, গার্ডকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। তারপর স্ট্রেচার আনা হয়েছিল, এবং তিনি সেই মুহূর্তেই বলেছিলেন, আমি সইফ আলি খান।" এতসময় পর্যন্ত কিছুই বোঝেননি ভজন সিং।