Saif Ali Khan: সইফ বাড়ি ফিরতেই আলো ঝলমলে তাঁর বাসভবন, সবই 'হিরো ন্যানিদের' কামাল?

Saif Ali Khan-Bollywood: সাদা শার্ট ও জিন্স পরিহিত তিনি সমবেত পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। মাথা উঁচু করে হাঁটতে দেখা যায়। যদিও বা, হাসপাতালে থাকা অবস্থায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ।

Saif Ali Khan-Bollywood: সাদা শার্ট ও জিন্স পরিহিত তিনি সমবেত পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। মাথা উঁচু করে হাঁটতে দেখা যায়। যদিও বা, হাসপাতালে থাকা অবস্থায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saif ali khan-bollywood

সইফ বাড়ি ফিরতেই দীপাবলি উৎসব তাঁর বাড়িতে... Photograph: (ফাইল চিত্র )

Saif Ali Khan discharge: মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুরিকাঘাতে পাঁচ দিন চিকিৎসা ও দুই অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। গত ১৬ জানুয়ারি নিজের ডুপ্লেক্সের বাসভবনে সময় দু'টি গভীর ছুরিকাঘাত-সহ ছ'জন আহত হয়েছিলেন অভিনেতা। 

Advertisment

মঙ্গলবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং মনে হচ্ছে তার পরিবার তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, তার বাড়ি উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে। এর আগে সইফকে বাড়ি ফিরতে দেখা যায়। সাদা শার্ট ও জিন্স পরিহিত তিনি সমবেত পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। মাথা উঁচু করে হাঁটতে দেখা যায়। যদিও বা, হাসপাতালে থাকা অবস্থায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ। 

তার শ্যালিকা করিশ্মা কাপুর তার ইনস্টাগ্রাম স্টোরিতে সইফের সুস্থ হয়ে বাড়ি ফেরার ইঙ্গিত দিয়ে পোস্ট করেছিলেন, "সবটাই ইতিবাচক ভাইবস"। সইফের বোন সাবা পতৌদি কিছুক্ষণ সময় নিয়ে সইফের দুই সন্তান তৈমুর আলি খান ও জেহ আলি খানের আয়াদের উদ্দেশে চিৎকার করেন। "আনসাং হিরোস... যারা আক্ষরিক অর্থেই তাদের টেনে নিয়েছিল যখন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ! আমার ভাই এবং তার পরিবারকে সুরক্ষিত রাখতে যারা অবদান রেখেছেন তাদের সবাইকে আশীর্বাদ করুন! তুমিই সেরা!"

Advertisment

এর আগে সইফের স্ত্রী করিনা কাপুর খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নোট লিখেছিলেন। "এটি আমাদের পরিবারের জন্য একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং দিন ছিল এবং আমরা এখনও যে ঘটনাগুলি উদ্ঘাটিত হয়েছে তা প্রক্রিয়া করার চেষ্টা করছি। এই কঠিন সময়ে আমি বিনীত অনুরোধ করছি মিডিয়া ও পাপারাজ্জিদের এই অবিরাম জল্পনা-কল্পনা ও কাভারেজ থেকে বিরত থাকতে। ক্রমাগত তদন্ত এবং মনোযোগ কেবল অপ্রতিরোধ্যই নয় বরং আমাদের সুরক্ষার জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকিও তৈরি করে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের সীমানাকে সম্মান করুন এবং পরিবার হিসাবে আমাদের নিরাময় ও মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় জায়গা দিন।" 

উল্লেখ্য, নবাব সাহেবের শরীরের কথা, জানতেই অনেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে, তিনি এখন অনেকটাই সুস্থ। 

saif ali khan saif ali khan injury saif ali khan Health Updates saif ali khan discharge