"তুমি কি মানুষ খুন করো?" সইফের ছবি দেখে প্রশ্ন ছেলে তৈমুরের

ছবি নিয়ে বাবাকে হাজার প্রশ্ন ছোটে নবাবের

ছবি নিয়ে বাবাকে হাজার প্রশ্ন ছোটে নবাবের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

সইফ আলি খান এবং তৈমুর

ছোটবেলা থেকেই ফিল্মি পরিবারে মানুষ পুঁচকে নবাব তৈমুর। অনেকদিন ধরেই বাবা মাকে রুপোলি পর্দায় সে কাজ করতে দেখে। যত বড় হচ্ছে ক্রমশই যেন জিজ্ঞাস্য বাড়ছে ছোট নবাবের। বাবা সইফের নতুন ছবি বান্টি বাবলি-২ নিয়ে তার জিজ্ঞাস্য থামছেই না। আর সমস্ত বিষয় দারুণ উপভোগ করছেন সইফ। 

Advertisment

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, তৈমুর এখন বেশ বুঝদার হয়ে উঠছে। মন দিয়েই বসে সিনেমা দেখতে বেশ আগ্রহী সে। শুধু তাই নয় বাবাকে অভিনীত চরিত্র নিয়ে প্রশ্ন করতেও খামতি থাকছে না তার। অবশেষে জিজ্ঞেসই করে বসে, 'তুমি হিরো নাকি ভিলেন? তুমি কি এই সিনেমায় মানুষ খুন করবে ? মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না তো?' - হাজার প্রশ্নের ভিড় তার ছোট্ট মাথায়। আসলেই কেমন চরিত্রে বাবা অভিনয় করছে সেই নিয়ে বেজায় উৎসাহিত এবং কৌতূহলী তৈমুর। 

বাধ্য হয়েই উত্তর দেন সইফ। ছেলেকে বুঝিয়েই বলেন, 'এটি খুব মিষ্টি চরিত্র, কারওর খারাপ চান না, সবাইকেই ভালবাসেন, মানুষ মেরে ফেলার তো কোনও প্রশ্নই নেই। তবে হ্যাঁ একটু আধটু মানুষকে ঠকান এই আরকি'। এই কথা শুনেই বেশ গভীর চিন্তায় পড়ে যান ছোট নবাব। ব্যাস আর কি! ওমনি জিজ্ঞেস করে বসেন - ঠকানো মানে কি? এবার একেবারেই বাকরুদ্ধ সইফ। 

Advertisment

সইফের বক্তব্য, এখন ধীরে ধীরে বড় হচ্ছে সে। অনেক কিছুই বুঝতে পারে। তার সঙ্গেই এটিও তার বোধগম্য যে সম্পূর্ণ বিষয়টিই নাটক, বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। নায়ক এবং খলনায়কের পার্থক্যও বুঝতে শিখেছে সে! এককথায় এখন পাল্লা দিয়েই বাবার সঙ্গে সিনেমায় মগ্ন ছোটে নবাব।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bunty aur babli 2 saif ali khan Taimur Ali Khan bollywood