scorecardresearch

সঙ্কটমুক্ত প্রবীণ অভিনেত্রী সায়রা বানু! উচ্চ ডায়বেটিসে এখনই নয় অ্যাঞ্জিওপ্লাস্টি

Actress Saira Banu Health: ‘দিন দুই আগে তাঁকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে।’

Saira Banu, Saira Banu hospitalized, Dilip Kumar, bollywood, সায়রা বানু, দিলীপ কুমার, দিলীপ কুমারের স্ত্রী সায়রা, হাসপাতালে সায়রা বানু, bengali news today
হাসপাতালে সায়রা বানু

Actress Saira Banu Health:  সঙ্কটমুক্ত প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। তাঁকে আইসিইউ থেকে বের করা হয়েছে। অভিনেত্রীর ডায়বেটিস নিয়ন্ত্রণে এলেই করা হবে অ্যাঞ্জিওপ্লাস্টি। হিন্দুজা হাসপাতাল সূত্রে রবিবার এই তথ্য দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে দিন তিনেক আগের সঙ্কটজনক সায়রা বানুকে মুম্বইয়ের এই হাসপাতালে চিকিৎসাধীন করা হয়। স্বামী দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছেন এই অভিনেত্রী। এমন একটি গুজব রটলেও হিন্দুজা হাসপাতাল সেই গুজব উড়িয়ে দিয়েছে।

অভিনেত্রীর চিকিৎসক নীতিন গোখলে বলেন, ‘সায়রাজি অবসাদে ভুগছেন না। এমনকি তাঁর অবস্থা সঙ্কটজনক। তাই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়নি এই খবর ঠিক নয়। আমরা ওঁর ডায়বেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তারপরেই অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। তাই অভিনেত্রী চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করছেন না। এই তথ্য ভুল।‘

ইন্ডিয়ান এক্সপ্রেসকে হাসপাতালের একটি সুত্র বলেছে, ‘দিন দুই আগে তাঁকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন প্রবীণ অভিনেত্রী।‘

এদিন সকালেই সায়রা বানু এবং প্রয়াত দিলীপ কুমারের মুখপাত্র ফয়জল ফারুকি বলেন, ‘সায়রাজির চিকিৎসক নীতিন গোখলে বলেছেন অভিনেত্রীর বাম ভেন্ট্রিকুলারে সমস্যা রয়েছে। তাই ওঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। কিন্তু সেটা জরুরি নয়। তাই চিকিৎসক যা বলবেন, আমরা সেটাই করব। আপাতত তিনি সুস্থ এবং দিন কয়েকের মধ্যে বাড়ি ফিরবেন।‘  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামেপড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Saira banu is out of icu and will be discharged soon entertainment