সোমবার প্রয়াত হয়েছেন বলিউডের বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ খানের এই অকালমৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। তার ঠিক পরেই জানা গিয়েছে যে সাজিদ খান ও ওয়াজিদ খানের মা রাজিনা খানের করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। মুম্বইয়ের সুরানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি আছেন রাজিনা খান।
এই সংবাদটি ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে জানিয়েছে ওই পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র। তিনি জানান, ''রাজিনাজির টেস্টও পজিটিভ এসেছে। তিনি হসপিটালে আছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল। তবে হসপিটালে তাঁকে আরও কিছুদিন থাকতে হবে, তার পরে বাড়ি ফিরেও তাঁকে আরও বেশ কিছুদিন থাকতে হবে কোয়ারান্টাইনে।''
আরও পড়ুন: ‘অবতার টু’-এর শুটিং শুরু করতে নিউজিল্যান্ডে ক্যামেরন
রবিবার গভীর রাতে মারা গিয়েছেন ওয়াজিদ খান মুম্বাইয়ের একটি হাসপাতালে। তাঁর মূত্রাশয়-জনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল। পাশাপাশি কোভিড-১৯ ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল মাত্র ৪২।
যে হসপিটালে ভর্তি ছিলেন ওয়াজিদ খান, সেই একই হসপিটালে ভর্তি করা হয়েছে তাঁর মা রাজিনা খানকে-- চেম্বুরের সুরানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন