পরিচালক সাজিদ খানকে একবছরের জন্য সাসপেন্ড করল ইন্ডিয়ান ফিল্ম এন্ড টেলিভিশন ডিরেক্টর’স অ্যাসোসিয়েশন। সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে, মুখ খুলেছিলেন এক অভিনেত্রী ও সহকারী পরিচালকও। প্রকাশ্যে পরিচালকের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিপাশা বসু, দিয়া মির্জা ও লারা দত্তরা। বুধবার এএনআই টুইটে জানতে পারা যায়, ”যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে সাজিদ খানকে এক বছরের জন্য সাসপেন্ড করল ইন্ডিয়ান ফিল্ম এন্ড টেলিভিশন ডিরেক্টর’স অ্যাসোসিয়েশন। #MeToo”.
Indian Film & Television Directors’ Association suspends Sajid Khan for one year over sexual harassment complaints against him. #MeToo (file pic) pic.twitter.com/lkUQEX3uIZ
— ANI (@ANI) December 12, 2018
নভেম্বরে সাজিদ খানকে শোকজ নোটিস পাঠায় IFTDA, নোটিসে বলা ছিল, ”আপানার লজ্জাজনক কাজগুলোয় ইন্ডিয়ান ফিল্ম ও টেলিভিশন অ্যাসোসিয়েশনের সম্মানহানি হয়েছে। সেই কারণে সংগঠন আপনার কাছ থেকে এই নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে সমস্ত ঘটনার জাবাবদিহি চাইছে। তারপরেই অন্য কোন ব্যবস্থা নেওয়া হবে”।
নোটিসের জবাবে, সাজিদ সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং বলেন অভিযোগকারীরা তার কাজের ও ব্যক্তিগত জীবন নষ্ট করতে চাইছে। যৌন হেনস্থার অভিযোগের পর সাজিদ টুইটে করেন।
— Sajid Khan (@SimplySajidK) October 12, 2018
প্রসঙ্গত, সাজিদ খানের কথা শোনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে IFTDA এর তরফে। তারপরেই অশোক পন্ডিত পিটিআইকে বলেন, সাজিদ খানের মামলায় আমরা দু পক্ষকেই শুনেছি, সাজিদ খান ও অভিযোগকারিনীরা প্রত্যেকেই নিজেদের কথা বলেছেন। ICC (ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি অফ IFTDA) একত্রে এক সপ্তাহের মিটিংয়ের পর একটি সিন্ধান্ত নেবে এবং সেখানে আইনজীবী ও ফেডারেশন উপস্থিত থাকবেন।
Read the full story in English